Mohammad Shami: কেরিয়ার শেষ করে দিল বিসিসিআই! আবার এক মহাতারকার অবসর! রোহিত, বিরাটের পর এবার...

Last Updated:
Mohammad Shami- বিসিসিআই জানিয়েছে, মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট নন। এদিকে শামি চোট সারিয়ে ফিরেছেন অনেকদিন হল। এমনকী তিনি বলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর সঙ্গে তিনি জুটি বাঁধতে চান। কিন্তু সে কথা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছল না।
1/6
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের জার্সিতে রো-কো জুটি আর নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে মিস করছেন ভারতীয় ক্রিকেটের ভক্তরা। এর পর যদি আরও এক মহাতারকার অবসর হয়, তা হলে...
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের জার্সিতে রো-কো জুটি আর নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে মিস করছেন ভারতীয় ক্রিকেটের ভক্তরা। এর পর যদি আরও এক মহাতারকার অবসর হয়, তা হলে...
advertisement
2/6
একে একে প্রায় সব সিনিয়রাই এবার সরে যাবেন! ভারতীয় দলের জার্সিতে এবার দেখা যাবে একেবারে নতুন মুখ। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এবার রবীন্দ্র জাদেজা রয়েছেন। আর রয়েছেন মহম্মদ শামি। আর বোর্ড শামির সঙ্গে যা করল, তাতে তিনিও খুব শিগগির টেস্ট ক্রিকেটকে বিদায় জানালে অবাক হওয়ার কিছু থাকবে না।
একে একে প্রায় সব সিনিয়রাই এবার সরে যাবেন! ভারতীয় দলের জার্সিতে এবার দেখা যাবে একেবারে নতুন মুখ। রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এবার রবীন্দ্র জাদেজা রয়েছেন। আর রয়েছেন মহম্মদ শামি। আর বোর্ড শামির সঙ্গে যা করল, তাতে তিনিও খুব শিগগির টেস্ট ক্রিকেটকে বিদায় জানালে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
3/6
মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণাদের মাঝে শামি ক্রমশ যেন হারিয়ে যাচ্ছেন! আর তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বোর্ড শামিকে দলে জায়গা দিল না। শামি হয়তো এমনটা আশাই করেননি।
মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণাদের মাঝে শামি ক্রমশ যেন হারিয়ে যাচ্ছেন! আর তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বোর্ড শামিকে দলে জায়গা দিল না। শামি হয়তো এমনটা আশাই করেননি।
advertisement
4/6
বিসিসিআই জানিয়েছে, শামি এখন ফিট নন। এদিকে শামি চোট সারিয়ে ফিরেছেন অনেকদিন হল। এমনকী তিনি বলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর সঙ্গে তিনি জুটি বাঁধতে চান। কিন্তু সে কথা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছল না।
বিসিসিআই জানিয়েছে, মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট নন। এদিকে শামি চোট সারিয়ে ফিরেছেন অনেকদিন হল। এমনকী তিনি বলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহর সঙ্গে তিনি জুটি বাঁধতে চান। কিন্তু সে কথা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছল না।
advertisement
5/6
অস্ত্রোপচার, বারবার রিহ্যাব করার পর শামি কিছুটা সমস্যায় ছিলেন ঠিকই। তবে তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠেন। তা সত্ত্বেও ইংল্যান্ড সফরের দলে বিবেচনা করা হল না তাঁকে। তা হলে কি শামির ফর্মে সন্তুষ্ট নন বোর্ড কর্তারা!
অস্ত্রোপচার, বারবার রিহ্যাব করার পর শামি কিছুটা সমস্যায় ছিলেন ঠিকই। তবে তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠেন। তা সত্ত্বেও ইংল্যান্ড সফরের দলে বিবেচনা করা হল না তাঁকে। তা হলে কি শামির ফর্মে সন্তুষ্ট নন বোর্ড কর্তারা!
advertisement
6/6
এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন শামি। ৬৫টা টেস্টে ২২৯টা উইকেট পাওয়া শামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রাখল না বোর্ড। জানানো হল, শামি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার মতো ফিট নন এখনও।
এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেছেন শামি। ৬৫টা টেস্টে ২২৯টা উইকেট পাওয়া শামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে রাখল না বোর্ড। জানানো হল, শামি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার মতো ফিট নন এখনও।
advertisement
advertisement
advertisement