Shubhman Gill Captain: ভারত পেয়ে গেল 'নতুন ক্যাপ্টেন'! মহম্মদ শামি যা খবর পেলেন, একেবারে অবাক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shubhman Gill Captain- বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সমর্থকদের প্রত্যাশা ছিল, পরবর্তী নেতা হবে শুভমান গিল। বাস্তবে হলও তাই। নতুন অধিনায়ক খুঁজতে হত বোর্ডকে। আর সেই তালিকায় এক নম্বরে ছিল গিলের নাম।
advertisement
advertisement
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কেমন হল ভারতের ১৮ জনের স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।
advertisement
advertisement
advertisement
মহম্মদ শামি বাদ পড়ার কথা হয়তো আশাই করেননি। কারণ তিনি আগেই জানিয়েছিলেন, ইংল্যান্ডে বুমরাহর সঙ্গেই তাঁর থাকাটা জরুরি। কারণ অস্ট্রেলিয়া সিরিজে হর্ষিত রানা, আকাশদীপ, মহম্মদ সিরাজরা অভিজ্ঞতার অভাবে ভুগেছিলেন। ফলে সব চাপ একাই নিয়েছিলেন বুমরাহ। অথচ শামির কথা ইংল্যান্ড সিরিজে বিবেচনা করল না অজিত আগরকরের কমিটি। ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হল না শামিকে।