Mohammad Shami : ১০ কোটি টাকাও হাত থেকে গেল! শামির মাথায় ভেঙে পড়তে পারে আকাশ! আবার খারাপ খবর

Last Updated:
Mohammad Shami - বরুণের যুক্তি, শামি কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন। তাঁর ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। ফলে শামিকে আর দলে নেওয়া উচিত নয় সানরাইজার্সের। আর ঈশান কিষাণের পারফরম্যান্স দেখে খুশি নন তিনি।
1/6
সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহম্মদ শামির। আদালতের নির্দেশে স্ত্রী হাসিন জাহানকে এবার থেকে ৪ লাখ টাকা প্রতি মাসে দিতে হবে তাঁকে। তার উপর এবার আরেক খারাপ খবর! আরও বড় বিপদ অপেক্ষা করছে ভারতীয় পেসারের জন্য।
সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহম্মদ শামির। আদালতের নির্দেশে স্ত্রী হাসিন জাহানকে এবার থেকে ৪ লাখ টাকা প্রতি মাসে দিতে হবে তাঁকে। তার উপর এবার আরেক খারাপ খবর! আরও বড় বিপদ অপেক্ষা করছে ভারতীয় পেসারের জন্য।
advertisement
2/6
চলতি ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি তিনি। ভারতীয় দলের জার্সিতে শামি কবে আবার খেলবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যে শোনা যাচ্ছে, পরেরবার আইপিএলের দল থেকেও বাদ পড়তে পারেন বাংলার পেসার! সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচ এবার তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন।
চলতি ইংল্যান্ড সফরের দলে জায়গা পাননি তিনি। ভারতীয় দলের জার্সিতে শামি কবে আবার খেলবেন, তারও কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যে শোনা যাচ্ছে, পরেরবার আইপিএলের দল থেকেও বাদ পড়তে পারেন বাংলার পেসার! সানরাইজার্স হায়দরাবাদের নতুন বোলিং কোচ এবার তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন।
advertisement
3/6
জেমস ফ্রাঙ্কলিনের বদলে হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ অ্যারন। তিনি আইপিএলের গত মরশুমে সম্প্রচারকারী চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন। সেই বরুণ অ্যারনকে প্রশ্ন করা হয়েছিল, পরের মরশুমের জন্য হায়দরাবাদের কোন ক্রিকেটারদের বাদ দেওয়া উচিত? বরুণ তখন শামি ও ঈশান কিষাণের নাম বলেন।
জেমস ফ্রাঙ্কলিনের বদলে হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ অ্যারন। তিনি আইপিএলের গত মরশুমে সম্প্রচারকারী চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করেছিলেন। সেই বরুণ অ্যারনকে প্রশ্ন করা হয়েছিল, পরের মরশুমের জন্য হায়দরাবাদের কোন ক্রিকেটারদের বাদ দেওয়া উচিত? বরুণ তখন শামি ও ঈশান কিষাণের নাম বলেন।
advertisement
4/6
বরুণের যুক্তি, শামি কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন। তাঁর ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। ফলে শামিকে আর দলে নেওয়া উচিত নয় সানরাইজার্সের। আর ঈশান কিষাণের পারফরম্যান্স দেখে খুশি নন তিনি। ঈশানকে দলে নিতে এত টাকা খরচ করার কোনও মানে হয় না বলেই মনে করেন তিনি।
বরুণের যুক্তি, শামি কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন। তাঁর ফিটনেস নিয়েও সমস্যা রয়েছে। ফলে শামিকে আর দলে নেওয়া উচিত নয় সানরাইজার্সের। আর ঈশান কিষাণের পারফরম্যান্স দেখে খুশি নন তিনি। ঈশানকে দলে নিতে এত টাকা খরচ করার কোনও মানে হয় না বলেই মনে করেন তিনি।
advertisement
5/6
গত মরশুমে শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দরাবাদ। তবে এবার পরিস্থিতি আলাদা। কারণ এবার সানরাইজার্সের বোলিং কোচ বরুণ। ফলে তাঁর হাতে বোলিং ইউনিট সাজানোর গুরুদায়িত্ব থাকতে পারে। আর বরুণ যে শামিকে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে ভাববেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট।
গত মরশুমে শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দরাবাদ। তবে এবার পরিস্থিতি আলাদা। কারণ এবার সানরাইজার্সের বোলিং কোচ বরুণ। ফলে তাঁর হাতে বোলিং ইউনিট সাজানোর গুরুদায়িত্ব থাকতে পারে। আর বরুণ যে শামিকে দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে ভাববেন না, তা তাঁর কথাতেই স্পষ্ট।
advertisement
6/6
শামি ৬৪টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ২২৯টি উইকেট নিয়েছেন। ৬ বার ৫ উইকেট শিকার করেছেন। তবে ফিটনেস সমস্যায় বারবার জেরবার শামি। ভারতীয় টেস্ট দলে আর জায়গাও হচ্ছে না শামির। এখন দেখার, বরুণের ইঙ্গিত মেলে কি না! তা হলে হয়তো আইপিএলেও চাপ বাড়বে শামির উপর।
শামি ৬৪টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং ২২৯টি উইকেট নিয়েছেন। ৬ বার ৫ উইকেট শিকার করেছেন। তবে ফিটনেস সমস্যায় বারবার জেরবার শামি। ভারতীয় টেস্ট দলে আর জায়গাও হচ্ছে না শামির। এখন দেখার, বরুণের ইঙ্গিত মেলে কি না! তা হলে হয়তো আইপিএলেও চাপ বাড়বে শামির উপর।
advertisement
advertisement
advertisement