আর একটা ম্যাচ! কী করে পর পর জিতছে ভারত? শামি যা বললেন, মানল না কোচ!
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
Mohammad Shami- ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, টিম ইন্ডিয়া একই ভেন্যুতে খেলার কিছু সুবিধা পাচ্ছে। আলাদা আলাদা পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজন হচ্ছে না। যাত্রার ক্লন্তিও এড়ানো যাচ্ছে।
advertisement
advertisement
কোচ গৌতম গম্ভীর অবশ্য এই দাবি উড়িয়ে দিয়েছেন। তবে মহম্মদ শামি অস্বীকার করছেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর দলের তারকা পেসার বলেন, “একই ভেন্যুতে সব ম্যাচ খেলায় নিঃসন্দেহে আমাদের সুবিধা হয়েছে। পিচের কন্ডিশন,পরিবেশ সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এটা সবচেয়ে বড় ব্যাপার। একই জায়গায় বারবার খেললে মাঠ ও পিচ সম্পর্কে ভাল ধারণা পাওয়া যায়।” চ্যাম্পিয়ান্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন শামি। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে ৮টি উইকেট তুলেছেন।
advertisement
advertisement
এবারের চ্যাম্পিয়ান্স ট্রফি হচ্ছে পাকিস্তানে। তবে বিসিসিআই শুরুতেই জানিয়ে দেয়, নিরাপত্তা ইস্যু রয়েছে। পড়শি দেশে দল পাঠানো হবে না। এই নিয়ে টানাপোড়েনও চলে কিছুদিন। শেষে হাইব্রিড মডেলে টিম ইন্ডিয়ার ম্যাচ করানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। সেই অনুযায়ী, বিরাট, রোহিতরা সমস্ত ম্যাচ দুবাইতে খেলছেন। বাকি ম্যাচ হচ্ছে পাকিস্তানের তিনটি ভেন্যুতে।
advertisement
তবে টিম ইন্ডিয়াকে ‘বাড়তি সুবিধা’ দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, “আমি জানি, বাড়তি সুবিধা নিয়ে অনেক আলোচনা চলছে। কিন্তু এর মানে কী? কেন বাড়তির সুবিধার কথা বলা হচ্ছে? এটা আমাদের জন্য যতটা নিউট্রাল ভেন্যু, অন্যদের জন্যও ঠিক ততটাই। এই স্টেডিয়ামে আমি শেষ কবে কোনও টুর্নামেন্ট খেলেছি, সেটাই মনে করতে পারছি না।”
advertisement







