advertisement
বাংলা খবর » TAG » Deepak Chahar

দীপক চাহার খবর

দীপক চাহারের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: দীপক লোকেন্দ্রসিং চাহার

জন্ম: ৭ অগাস্ট ১৯৯২

উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডানহাতি ব্যাটার, ডান-হাতি মিডিয়াম ফাস্ট বোলার

পরিবার

পিতা: লোকেন্দ্র সিং চাহার

মাতা: পুষ্পা চাহার

স্ত্রী: জয়া ভরদ্বাজ

দীপক চাহার জন্মগ্রহণ করেন উত্তরপ্রদেশের আগ্রায়। তাঁর একটি দিদি রয়েছেন, যাঁর নাম মালতী চাহার। যিনি এক জন বলিউড অভিনেত্রী এবং মডেল। আবার তাঁদের তুতো ভাই রাহুল চাহারও এক জন ক্রিকেটার। ২০২১ সালে ভারতীয় প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর দলের চূড়ান্ত লিগ-স্টেজ ম্যাচে নিজের প্রেমিকা জয়া ভরদ্বাজকে প্রোপোজ করেন দীপক চাহার। চলতি বছরের ১ জুন আগ্রাতেই জয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। 

কেরিয়ারের সূচনা:

দীপক চাহার হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০১০-১১ রঞ্জি ট্রফিতে জয়পুরে হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। চাহারের দুর্দান্ত স্যুইং বোলিংয়ের কারণে খুব শীঘ্রই রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলার সুযোগ পান তিনি। ২০১৬ সালে জয়পুরে রাজস্থান ক্রিকেটের উন্নয়ন শিবিরের অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কোচ ক্যাথরিন ডালটন ও ইয়ান পন্টের সঙ্গে কাজ করেন তিনি। 

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

২০১৮ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে ওয়ান-ডে আন্তর্জাতিকে অভিষেক হয় দীপক চাহারের। এখনও পর্যন্ত তিনি মাত্র দুটি ম্যাচে খেলেছেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে T-20 আন্তর্জাতিক স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল চাহারের। ইংল্যান্ডের বিপক্ষে খেলা অভিষেক ম্যাচেই জেসন রয়কে আউট করেন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত হন দীপক, যেখানে ফাইনাল ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। এই ম্যাচে ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি বিশ্ব রেকর্ড গড়েন দীপক। এই ৬টি উইকেটের মধ্যে একটি হ্যাট-ট্রিকও ছিল তাঁর। গত কয়েক বছরে নতুন বলের সঙ্গে দীপক চাহারের পারফরমেন্স উল্লেখযোগ্য ভাবে দেখা গিয়েছে। খেলার যে কোনও পর্যায়ে তাঁর হাতে বল ধরিয়ে দেওয়া হলে চাহার তা সম্পূর্ণ করেন। 

ক্লাব ক্রিকেট:

আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে দুই বছরে ৫টি ম্যাচ খেলার পর ২০১৮ আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস কিনে নেয় তাঁকে। চেন্নাই সুপার কিংসে যাওয়ার পর তাঁর পারফরমেন্সে অসাধারণ পরিবর্তন দেখতে পাওয়া যায়। ২০১৮ সালে চাহার ১২টি ম্যাচে মোট ১০টি উইকেট নেন। তিনি প্রমাণ করে দেন যে, বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতাও রয়েছে তাঁর মধ্যে। ২০১৯ সালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে পাওয়ার প্লে-তে নতুন বল দেন। এই মরসুমের ১৭টি ম্যাচে মোট ২২টি উইকেট নেন তিনি।  

চোট আঘাত:

চোট আঘাতের কারণে দীপক চাহারকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। সিএসকে-এর বোলিং ইউনিটের অন্যতম একজন স্তম্ভ হলেন চাহার। তাঁর হ্যামস্ট্রিং-এ আঘাতের জন্য ২০২২ সালের আইপিএল তিনি খেলতে পারেননি, যার প্রভাব চেন্নাইয়ের পারফরমেন্সে দেখা যায়। 

রেকর্ড:

বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রানে মোট ৬টি উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্যান।

প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিক উইকেট নিয়েছেন এমন প্রথম ভারতীয় ক্রিকেটার।

পুরস্কার:

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি প্লেয়ার অফ দ্য সিরিজ।

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement