Rahul Dravid on Deepak Chahar : ভারতের অলরাউন্ডার সমস্যা মেটাতে দীপক এবং শার্দুলে নজর রাহুল দ্রাবিড়ের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rahul Dravid says India will be giving more chances to Deepak Chahar and Shardul Thakur. ব্যর্থতার মধ্যেও ভারতের প্রাপ্তি শার্দুল এবং দীপক চাহার, এদের আরও সুযোগ দেবে ভারত
রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ছিলেন না চোট সমস্যায়। কিন্তু এটা অজুহাত নয়। যারা ছিলেন, তারা যথেষ্ট ছিলেন না সেটা প্রমাণিত। হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য হতাশার মধ্যেও কিছুটা পজিটিভ দিক খুঁজে পেয়েছেন। দীপক চাহার শেষ ম্যাচে যেভাবে লড়াই করেছেন, সেটা মনে রাখার মত বলছেন দ্রাবিড়। ৩৪ বলে ৫৪ করেন দীপক। প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন ভারতকে।
advertisement
advertisement
লুঙ্গির স্লো বল বুঝতে না পেরে ক্যাচ আউট হন। রাহুল দ্রাবিড় মনে করেন এর আগেও শ্রীলঙ্কায় ৬৯ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছিলেন দীপক। বল হাতে তার সুইং করানো এবং উইকেট নেওয়ার ক্ষমতা সকলেই জানেন। কিন্তু ব্যাট হাতেও দীপক চাহার ভরসা দিচ্ছেন, এটা বড় প্রাপ্তি। রাহুল মনে করেন শার্দুল ঠাকুর এবং দীপক চাহারকে ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে আরও বেশি করে ম্যাচ খেলাতে হবে।
advertisement
যত বেশি ম্যাচে সুযোগ পাবে ততই ধারাবাহিক পারফর্ম করবে শার্দুল এবং দীপক। শুধু চার, ছয় মারা নয়, ম্যাচের পরিস্থিতি বুঝে ইনিংস তৈরি করা, পরিণত বোধ দেখিয়েছেন দীপক। রাহুল মনে করেন ২০১৯ বিশ্বকাপের পর থেকে ভারত খুব বেশি একদিনের সিরিজ খেলেনি। এই হার অবশ্যই দুঃখের। কিন্তু ভেঙে পড়ার কিছু হয়নি। বছরের শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর একদিনের বিশ্বকাপের আগে প্রচুর সাদা বলের ক্রিকেট খেলে দল সেট করে নিতে পারবে ভারত।
advertisement
উল্লেখ্য ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে কেকেআর জার্সিতে নজর কাড়লেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি একদিনের ম্যাচে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেননি। বল হাতে উইকেট পাননি। ব্যাট হাতেও মাঝারি ইনিংস খেলেছেন। অথচ সুযোগ পাননি ঋতুরাজ গায়কোয়াড়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। ওই সিরিজে ঋতুরাজকে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2022 5:28 PM IST