MS Dhoni: এখনও কত বছর আইপিএল খেলতে পারেন এমএস ধোনি? বড় কথা জানালেন সিএসকে তারকা

Last Updated:
MS Dhoni: আইপিএল ২০২৪ শুরুর আগে সব চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির ফ্যানেদের কাছে যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপুর্ণ তা হল, এটাই কী ধোনির শেষ আইপিএল। বড় কথা জানালেন সিএসকে তারকা।
1/6
আইপিএল ২০২৪ শুরুর আগে সব চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির ফ্যানেদের কাছে যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপুর্ণ তা হল, এটাই কী ধোনির শেষ আইপিএল।
আইপিএল ২০২৪ শুরুর আগে সব চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনির ফ্যানেদের কাছে যেই প্রশ্নটা সবথেকে গুরুত্বপুর্ণ তা হল, এটাই কী ধোনির শেষ আইপিএল।
advertisement
2/6
২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন ফ্যানেদের ভালবাসার কথা মাথায় রেখে আর শরীর দিলে আরও একটা মরশুম মাঠে নামতে চান তিনি।
২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি জানিয়েছিলেন ফ্যানেদের ভালবাসার কথা মাথায় রেখে আর শরীর দিলে আরও একটা মরশুম মাঠে নামতে চান তিনি।
advertisement
3/6
ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয় গত আইপিএলের পরই, নতুন মরশুমের আগে অনুশীলনও শুরু করেছেন মাহি। তবে তিনি কত ফিট, আর কতদিন টানতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয় গত আইপিএলের পরই, নতুন মরশুমের আগে অনুশীলনও শুরু করেছেন মাহি। তবে তিনি কত ফিট, আর কতদিন টানতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
4/6
এবার আইপিএল ২০২৪ শুরুর আগে এমএস ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। ধোনির আইপিএল কেরিয়ার আর কতদিন হতে পারে তা জানিয়ে দিলেন চাহার।
এবার আইপিএল ২০২৪ শুরুর আগে এমএস ধোনিকে নিয়ে বড় কথা বলে দিলেন সিএসকের তারকা পেসার দীপক চাহার। ধোনির আইপিএল কেরিয়ার আর কতদিন হতে পারে তা জানিয়ে দিলেন চাহার।
advertisement
5/6
এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন,"আমার মনে হয় এখনও ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে ধোনি ভাইয়ের। আরও দু’তিন বছর আইপিএল ও খেলতে পারে।"
এক সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন,"আমার মনে হয় এখনও ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছু আছে ধোনি ভাইয়ের। আরও দু’তিন বছর আইপিএল ও খেলতে পারে।"
advertisement
6/6
এছাড়াও দীপক চাহার বলেছেন,"আমি ধোনি ভাইকে নেটে ব্যাট করতে দেখেছি। এখনও ওর থেকে ভাল শট মারার ক্ষমতা খুব কম ব্যাটারেরা আছে।" তবে অবসরের সিদ্ধান্ত ধোনির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেই কথাও জানিয়েছেন চাহার।
এছাড়াও দীপক চাহার বলেছেন,"আমি ধোনি ভাইকে নেটে ব্যাট করতে দেখেছি। এখনও ওর থেকে ভাল শট মারার ক্ষমতা খুব কম ব্যাটারেরা আছে।" তবে অবসরের সিদ্ধান্ত ধোনির সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেই কথাও জানিয়েছেন চাহার।
advertisement
advertisement
advertisement