বিয়ের আগে অসম্ভব আতঙ্কে দীপক চাহার, নতুন বউয়ের সঙ্গে ভিডিও সামনে আসতেই ভাইরাল

Last Updated:

বিয়ের পর না পারলে কি হবে, নতুন বউয়ের কাছে সম্মানের কথা বলে কথা!

Deepak Chahar shares secrets fear from his marriage ceremony
Deepak Chahar shares secrets fear from his marriage ceremony
#মুম্বই: আইপিএল থেকে নাম করা দীপক চাহার বিয়ে নিয়েও শিরোনামে এসেছেন৷ বিয়ের প্রপোজা দেওয়া থেকে বিয়ে সবতেই বেশ ভালই রঙে ভরা ছিল সদ্য বিবাহিত দম্পতির সারপ্রাইজ লিস্ট৷ তবে একটা স্বীকারোক্তি ফের একবার দীপককে অবশ্যম্ভাবী হেডলাইন এনে দিয়েছে৷ বহু চেনা, বহু জানা বান্ধবীকে বিয়ের দিনেও প্রচণ্ড ভয়ে ছিলেন দীপক৷ তাঁর সাফ কথা ম্যাচে বল করার থেকেও চাপে ছিলেন বিয়ের পরের পারফরম্যান্স নিয়ে৷
আইপিএল ২০২১-এ একটি ম্যাচ চলাকালীন দীর্ঘদিনের প্রেমিকাকে মাঠেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দীপক। বান্ধবীর হাতে পরিয়ে দিয়েছিলেন আংটি। ৭ জুন বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ে করেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দীপক চাহার। তাঁর স্ত্রী সৌন্দর্যে বলিউডের নায়িকাদের টেক্কা দিতে পারেন।গত বছর আইপিএল ম্যাচ চলাকালীন জয়াকে মাঠেই প্রোপোজ করেছিলেন দীপক। এখন তিনি ভারতীয় দলেও ডাক পেয়েছেন। আর সম্প্রতি জয়াকে বিয়ে করেছেন তিনি।জয়া ভরদ্বাজের ভাই সিদ্ধার্থ ভরদ্বাজ অভিনেতা। তিনি বিগবস, স্প্লিটসভিলার মতো শো-তে অংশ নিয়েছিলেন।
advertisement
advertisement
দীপক চাহার এই বিয়েতেই প্রচণ্ড চাপে ছিলেন, আর সেই ভিডিও সামনে আসার পরেই ভাইরাল ভিডিও হয়েছে৷ দেখে নিন নব দম্পতির ভাইরাল ভিডিও৷
advertisement
আর কিছুই নয় অপূর্ব সুন্দরী নববধূর সঙ্গে বলিউড গানে পারফরম্যান্সের জন্য তিনি ভীষণই নার্ভাস ছিলেন৷
জয়া অবশ্য লাইমলাইট থেকে দূরে থাকেন। তিনি দিল্লিতে একটি কর্পোরেট ফার্মে চাকরি করেন। আগ্রায় সাত পাকে বাঁধা পড়েছেন দীপক ও জয়া। দীর্ঘদিন ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন।
advertisement
এবারের আসরে ১৪ কোটি টাকায় দীপককে আবারও দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান দীপক। ফলে এবারের আইপিএলে তাঁকে খেলতে দেখা যায়নি। আগামী ২৯ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। আইপিএল শেষেই ভারতীয় দল ব্যস্ত হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ নিয়ে।
বাংলা খবর/ খবর/খেলা/
বিয়ের আগে অসম্ভব আতঙ্কে দীপক চাহার, নতুন বউয়ের সঙ্গে ভিডিও সামনে আসতেই ভাইরাল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement