IND vs SA: রাজকোটের ম্যাচের পরেই দেদার হাউস পার্টির মজা! ছবি সামনে আসতেই ভাইরাল

Last Updated:
ক্যাজুয়াল পোশাক, খাওয়াদাওয়া, সিনেমা...
1/4
টিম ইন্ডিয়ার জোরে বোলার জয়দেব উনদকট (Jaydev Unadkat House Party) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তিনটি ছবি শেয়ার করেছেন৷ প্রথম ছবিতে উনদকটের সঙ্গে আবেশ খান, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ, এবং ইশান কিষাণকে দেখা যাচ্ছে৷ তাঁরা ক্যাজুয়াল পোশাকে ক্যামেরায় লুক দিচ্ছেন৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
টিম ইন্ডিয়ার জোরে বোলার জয়দেব উনদকট (Jaydev Unadkat House Party) নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তিনটি ছবি শেয়ার করেছেন৷ প্রথম ছবিতে উনদকটের সঙ্গে আবেশ খান, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ, এবং ইশান কিষাণকে দেখা যাচ্ছে৷ তাঁরা ক্যাজুয়াল পোশাকে ক্যামেরায় লুক দিচ্ছেন৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
advertisement
2/4
জয়দেব উনদকট একটি দ্বিতীয় ছবি শেয়ার করেছেন সেখানে হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, বেঙ্কটেশ আইয়ার. উমরান মালিকের সঙ্গেও ইশান কিষাণ ও আবেশ খানকে দেখা গেছে৷ সকলেই পার্টিতে জবরদস্ত এনজয় করছেন৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
জয়দেব উনদকট একটি দ্বিতীয় ছবি শেয়ার করেছেন সেখানে হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, বেঙ্কটেশ আইয়ার. উমরান মালিকের সঙ্গেও ইশান কিষাণ ও আবেশ খানকে দেখা গেছে৷ সকলেই পার্টিতে জবরদস্ত এনজয় করছেন৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
advertisement
3/4
৩০ বছরের জয়দেব উনদকট আরও একটি ছবিতে হেডকোচ রাহুল দ্রাবিড় নজরে আসছেন৷ জয়দেব উনদকট ক্যাপশনে লিখেছেন, ‘রাত কি খানে কি বাদ কি তসবীর’-অর্থাৎ  রাতের খাওয়ার পরের ছবি, হাউস পার্টি৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
৩০ বছরের জয়দেব উনদকট আরও একটি ছবিতে হেডকোচ রাহুল দ্রাবিড় নজরে আসছেন৷ জয়দেব উনদকট ক্যাপশনে লিখেছেন, ‘রাত কি খানে কি বাদ কি তসবীর’-অর্থাৎ  রাতের খাওয়ার পরের ছবি, হাউস পার্টি৷ Photo Courtesy- (@JUnadkat/twitter)
advertisement
4/4
ভারতীয় ক্রিকেট দল রাজকোটে টি টোয়েন্টিতে সফরকারী দল ৮২ রানে হারিয়ে সিরিজে ২-২ বরাবর করেছে৷ এই ম্যাচে জয় ভারতের টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয়৷  (Instagram)
ভারতীয় ক্রিকেট দল রাজকোটে টি টোয়েন্টিতে সফরকারী দল ৮২ রানে হারিয়ে সিরিজে ২-২ বরাবর করেছে৷ এই ম্যাচে জয় ভারতের টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয়৷  (Instagram)
advertisement
advertisement
advertisement