Tea Lover: দিনে ৫০ থেকে ৬০ লিটার চা রোজই বিক্রি হয়ে যায়, এই ঠেকের চা একেব্বারে হিট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সম্প্রতি সারা বিশ্ব মজেছে তান্দুর চা-এ। চা প্রেমীদের কাছে এই পানীয় অত্যন্ত জনপ্রিয়।
#পূর্ব বর্ধমান: চা খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো হাতে গোনা। আড্ডা জমানোর অন্যতম পানীয় হল চা। চায়ের ভাঁড়ের চুমুক দিতে দিতে কখন যে আপনি ঘন্টার পর ঘন্টা আড্ডা সেরে ফেলবেন বুঝতেই পারবেন না। আমরা অনেক রকমের চা-এর বিষয়ে জানি। দুধ চা, লিচার চা, আদা চা আরও নানান রকম। তবে সম্প্রতি সারা বিশ্ব মজেছে তান্দুর চা-এ। চা প্রেমীদের কাছে এই পানীয় অত্যন্ত জনপ্রিয়। আর সেই তান্দুর চা এখন জনপ্রিয় বর্ধমানেও। সকাল হোক বা সন্ধ্যে বর্ধমান শহরের নার্স কোয়ার্টারের সামনের " চায়ে লা tandoor chai" এই চায়ের দোকানে তন্দুর চা খেতে ভিড় করেন সকলেই।
কেউ অফিস ফেরার পথে স্ট্রেস কমাতে, তো কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে আসেন এই চায়ের দোকানে। শেখ হাসিবুল একাই সামলান এই চায়ের দোকানটি। প্রতিদিন তাঁর চায়ের দোকানে আসে নতুন নতুন মানুষ সঙ্গে আসে নতুন নতুন গল্প , আর সেই সব মানুষ ও তাঁদের গল্পের সঙ্গে নিজেকেও জড়িয়ে ফেলে এই ছোট্ট চায়ের দোকানের মালিক শেখ হাসিবুল।
advertisement
আরও পড়ুন - Nadia News: পরম যত্নে নিজের ভাবনায় বানিয়ে তোলেন গামছা, গুণে অনন্য মাকুতে বোনা সুতির সুতো
advertisement
সারাদিনে ৫০ থেকে ৬০ লিটার চা বিক্রি হয়। তবে শীত কালে বিক্রির পরিমাণ হয় দ্বিগুণ। ছোট কাজ থেকেই বড় হয়ে ওঠা কে প্রাধান্য দিয়ে এই চায়ের দোকান খুলে ছিলেন শেখ হাসিবুল। দীর্ঘ কয়েক বছর ধরে নার্স কোয়ার্টারের সামনে ওই চায়ের দোকান চালাচ্ছেন তিনি। বর্তমানে বিক্রি বেড়েছে চায়ের । ফলের চা বিক্রি করে দিব্যি চলছে তাঁর।
advertisement
Malobika Biswas
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tea Lover: দিনে ৫০ থেকে ৬০ লিটার চা রোজই বিক্রি হয়ে যায়, এই ঠেকের চা একেব্বারে হিট