আগ্রাকে বলা হয় ভালবাসার শহর। সেই শহরে বিয়ে সারলেন চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার। দীপক চাহারের ভাই রাহুল চাহার দাদার বিয়ের ছবি শেয়ার করেছেন। জয়া ভরদ্বাজকে আইপিএল চলাকালীন প্রোপোজ করেছিলেন দীপক। তার পর এদিন তাঁরা সাত পাকে বাধা পড়লেন। আগ্রার একটি পাঁচতারা হোটেলে দীপক ও জয়ার বিয়ে হয়েছে। দুজনেরই সাজ-পোশাক ডিজাইন করেছেন জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা। ব্যান্ড পার্টি নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন দীপক চাহার। সন্ধে আটটা নাগাদ জয়াকে নিজের বাড়ির উদ্দেশে নিয়ে রওনা হন তিনি।