IND vs SL: কার নজর লাগল ভারতীয় ক্রিকেট দলে? শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্যকুমার ও চাহার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs SL: কিন্তু হঠাৎ কী হল যে ভারতীয় দলের ক্রিকেটাররা ক্রমান্বয়ে চোট পেয়ে চলেছেন৷
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে একের পর এক চোটের ধাক্কা৷ হঠাৎই যেন ভারতীয় ক্রিকেটারদের যেন কারোর নজর লেগেছে৷ একের পর এক চোট আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া৷ ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে (India vs Sri Lanka) ৩ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তাগড়া ঝটকা লাগল৷ পেসার দীপক চাহার (Deepak Chahar) এবং ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন৷ এই দুই ক্রিকেটারই ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) সিরিজে দারুণ ফর্মে ছিলেন৷
দীপক চাহারের (Deepak Chahar) মাংসপেশিতে টানের কারণে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আঙুলে চোট লেগে আছে৷ এর আগে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন৷ কিন্তু হঠাৎ কী হল যে ভারতীয় দলের ক্রিকেটাররা ক্রমান্বয়ে চোট পেয়ে চলেছেন৷
আরও পড়ুন - KKR: IPL 2022-র শুরু থেকে প্যাট কামিন্সকে পাবে না! ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য
advertisement
advertisement
এই ক্রিকেটারদের এত চোট পাওয়ার কারণ লাগাতার ক্রিকেট খেলা৷ ব্যস্ত ক্রীড়াসূচি যে ভাবে চলছে তিনি তাতে পুরোপুরি আরাম করার সময় পাচ্ছেন না ক্রিকেটাররা৷ এরমধ্যে ক্রিকেটারার বোর্ডের কাছ থেকে ছুটিও চাইতে পারছেন না৷ কারণ সকলেই জানেন তিনি বিশ্রামে গেলে বোর্ড বিকল্প হিসেবে যে ক্রিকেটারকে নেবে তিনি যদি পারফর্ম করে দেন তাহলে তিনি আর জায়গা নাও পেতে পারেন৷ এরফলে ক্রিকেটারদের দলে ফেরা বড় সমস্যা হতে পারে৷
advertisement
এর মধ্যে এবার বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের ওয়ার্কলোড কমাতে ভাবনাচিন্তা শুরু করেছে৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দিয়েছিল৷ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে বায়ো বাবল রিলিজ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷
advertisement
দীপক চাহার শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া পেস অ্যাটাকের মুখ্য হাতিয়ার হয়েছিলেন৷ অন্যদিকে সূর্যকুমার যাদবের ব্যাটও বড় ভরসা ছিল কিন্তু স্লিপে ফিল্ডিং করার সময় সূর্যকুমার যাদব হাতের আঙুলে লেগে যায়৷ কিন্তু চোটের বাড়াবাড়ি হয় লখনউতে পৌঁছনোর পর৷
ওয়াশিংটন সুন্দর চোট পাওয়ার ১১ মাস পরে জাতীয় দে ফিরতে পেরেছেন৷ অক্ষর প্যাটেল সময়ে ফিট হননি৷ কেএল রাহুল চোটের পর টি টোয়েন্টি সিরিজে বেরিয়ে যান৷ এদিকে রবীন্দ্র জাদেজা প্রায় আড়াই মাস বাদে চোটমুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলায় ফিরেছেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 5:40 PM IST