#মুম্বই: ভারতীয় ক্রিকেটে নতুন পিনআপ বয় রতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikawad) , আইপিএলে (IPL) সিএসকে -র (CSK) জার্সিতে নাম করার পর এখন জাতীয় দলেও খেলা শুরু করেছেন তাঁকে লম্বা রেসের ঘোড়া মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ তাঁর গার্লফ্রেন্ডকে (Girlfriend) চেনেন কি? ক্রিকেটার ও অভিনেত্রীদের সম্পর্ক চিরকালই দারুণ ভারতীয় ক্রিকেটে ফের অভিনেত্রীর সঙ্গে ডেটিংয়ের (Dating) জমজমাট গসিপ (Cricketer Actress Gossip)৷
সায়ালী সঞ্জীব (Sayali Sanjeev) ১৯৯৩ সালে জন্মেছেন৷ আর রতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikawad) ১৯৯৭ সালে জন্মেছেন৷ অর্থাৎ বছর পাঁচেকের বড় গার্লফ্রেন্ডের (Girlfriend) সঙ্গে ডেটিং (Dating) করেন তিনি৷ আর এই বয়সের এদিকওদিক ভারতীয় ক্রিকেটে ফের অভিনেত্রীর সঙ্গে ডেটিংয়ের (Dating) জমজমাট গসিপ (Cricketer Actress Gossip)৷