KKR: IPL 2022-র শুরু থেকে প্যাট কামিন্সকে পাবে না! ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন সিদ্ধান্তে চাঞ্চল্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএলের ১৫ তম (IPL 15) মরশুমের জন্য তৈরি হবে সব দলই৷ তবে কেকেআর (KKR) প্রস্তুতি পর্বে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টের একদম প্রথমে তাঁদের বিশ্বস্ত নাইট প্যাট কামিন্সকে (Pat Cummins) পাবে না৷
#কলকাতা: অস্ট্রেলিয়ার তারকা আপনার প্রিয় দলে তাহলে অপেক্ষা করুন!আইপিএলের শুরুতেই খেলতে আসতে পারবেন না পাকিস্তান সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা৷ ডেভিড ওয়ার্নার, জোস হেজেলউড, প্যাট কামিন্স (Pat Cummins) এরা কেউই আইপিএল শুরুর থেকে খেলতে পারবেন না৷ কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া নিজের দলের কোনও প্লেয়ারকে (Australian Cricketer in IPL) ৫ এপ্রিলের আগে ছাড়বে না৷ আসলে এখনও সরকারিভাবে আইপিএলের তারিখ ঘোষণা করেনি বিসিসিআই৷ মার্চের শেষ সপ্তাহ কিম্বা এপ্রিলের একদম প্রথমেই শুরু হবে আইপিএল ২০২২৷ আইপিএলের ১৫ তম (IPL 15) মরশুমের জন্য তৈরি হবে সব দলই৷ তবে কেকেআর (KKR) প্রস্তুতি পর্বে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টের একদম প্রথমে তাঁদের বিশ্বস্ত নাইট প্যাট কামিন্সকে (Pat Cummins) পাবে না৷
ওয়ার্নার, হেজেলউড এবং কামিন্স পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের সদস্য৷ মার্চের ৪ থেকে ২৫ তারিখ হবে এই সিরিজ৷ তবে ২৯ মার্চ থেকে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজে এঁরা খেলছেন না৷ কিন্তু ২৯ মার্চ থেকে শুরু হতে চলা এই সিরিজেও তিনি অংশ না হলে তাঁর নিজ নিজ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সদস্য হতে পারবেন না৷
advertisement
আরও পড়ুন - Virat Kohli GOAT: ট্যুইটারে বিরাটের নামের পাশে ‘GOAT’ আইকন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ট্রেন্ড
advertisement
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এরা সিরিজ শেষ না হলে ভারতে আইপিএল খেতে যেতে পারবেন না৷ ফলে আইপিএল ২০২২ খেলার আগে এঁদের দেশে ফিরে যেতে হবে৷ আইপিএল ১৫ তম মরশুমে এঁরা দেশে ফিরে তবেই যোগ দিতে পারবেন৷ ফলে কেকেআর (KKR) প্রস্তুতি পর্বে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টের একদম প্রথমে তাঁদের বিশ্বস্ত নাইট প্যাট কামিন্সকে (Pat Cummins) পাবে না৷
advertisement
ক্রিকেট.কম.এইউ তে বেইলি বলেছেন, ‘‘আমি পুরোপুরিভাবে আইপিএলে একটি টুর্নামেন্ট হিসেবে সম্মান করি৷ আমার মনে হয় টি টোয়েন্টি টুর্নামেন্টে তারা অন্যতম সামনে৷’’
তিনি আরও বললেন, ‘‘আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আমাদের কিছু প্লেয়ারের জন্য স্কিল ডেভলপমেন্টের জায়গা৷ সামনে এগিয়ে যাওয়ার জন্য ক্ষুদ্র করলে ভুল ভাবা হবে৷ ’’
advertisement
বেইলি আরও জানিয়েছেন, ‘‘প্রটোকল বলছে যে সব ক্রিকেটার কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ তারা আইপিএল দলগুলিতে যোগ দিতে পারবে না যখন না ৬ এপ্রিল হচ্ছে৷ এটা ঠিক হয়েছে সিএ- এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার হাই পারফরম্যান্স অ্যান্ড ন্যাশানাল টিম -বেন অলিভারের কথায়৷’’ এই জন্যে ডেভিড ওয়ার্নার, জোস হেজেলউড, প্যাট কামিন্স (Pat Cummins) এরা কেউই আইপিএল শুরুর থেকে খেলতে পারবেন না৷ অথচ খেলতে পারবেন ড্যানিয়েল স্যামস, রেলি মার্ডিথ, ন্যাথান কুল্টার নিলে এবং টিম ডেভিড৷ এই ক্রিকেটাররা (Australian Cricketer in IPL) কেউই বার্ষিক চুক্তিবদ্ধ নন৷ তাই এই ক্রিকেটাররা আইপিএল ২০২২ -র শুরু থেকেই খেলতে পারবেন৷
advertisement
ওয়ার্নারকে এবারের আইপিএল ২০২২ -র জন্য কিনে নিয়েছেন রিকি পন্টিংয়ের দিল্লি ক্যাপিটাল্স, হেজেলউড খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এবং প্যাট কামিন্স (Pat Cummins) খেলবেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 4:12 PM IST

