Imran Khan's Son: ‘‘আমি কার ছেলে জানেন’’- ইমরান খানের ছেলেকে বেআইনি মদ রাখায় পুলিশ করল গ্রেফতার, তারপর

Last Updated:

Imran Khan's Son: এর আগের সপ্তাহে সংবাদমাধ্যমে খবর এসেছিল প্রাক্তন ক্রিকেটার (Ex Cricketer) ইমরান খান (Imran Khan) ও তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র মধ্যে মতভেদ চলছে৷

pakistan prime minister imran khan's step son arrested for possession of liquor- Photo-File
pakistan prime minister imran khan's step son arrested for possession of liquor- Photo-File
#লাহোর: পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার (Ex Cricketer) ইমরান খানের (Imran Khan) ছেলে থুড়ি সৎ ছেলেকে মদ রাখার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ৷ ইমরানের সৎ ছেলের সঙ্গে আরও ২ জনকে গ্রেফতার করে লাহোর পুলিশ৷ পরে অবশ্য উচ্চমহল থেকে  আদেশ আশায় তাদের ছেড়ে দেওয়া হয়৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pak Prime Minister,) তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র ছেলেকে মদ রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ জানিয়েছে ইমরান খানের সৎ ছেলে (Imran Khan's son) মুসা মানেক এবং তাঁর সঙ্গে থাকা তিন বন্ধুর গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়৷
advertisement
আসলে মুসা মানেক ইমরান খানের (Imran Khan) তৃতীয় স্ত্রী বুশরা বিবির ছেলে৷ এই ছেলে বুশরা বিবি-র প্রথম বিয়ের থেকে হওয়া সন্তান৷ ইমরান খানের সৎ ছেলে মুসা নিজের বন্ধুদের সঙ্গে ঘুরছিলেন৷ এই সময়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের পাশে থাকে গাড়ি থেকে মদ উদ্ধার হয়৷ মদ রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করে নেয়৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Pak Prime Minister) ছেলে শুধু কাণ্ড ঘটিয়েও কিছু গ্লানি হয়নি৷
advertisement
লাহোর পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে পিটিআইকে জানিয়েছে মুসা সহ তিন যুবককে উচ্চ আধিকারিকের থেকে আসা নির্দেশ অনুযায়ি জরুরি আইনি কাজ পুরো করার পর ছেড়ে দেওয়া হয়৷ পুলিশ আধিকারিকরা বলেছেন, ‘‘মুসাকে যখন মদের সঙ্গে গ্রেফতার করা হয় তখন সেখানে হাজির সুরক্ষা আধিকারিকরা তাঁকে ধরলে সে  সেখানে হম্বিতম্বি করে৷ তাঁদের বলে এর পরিণাম ভোগ করার জন্য তৈরি থাকতে হবে৷ সে বলে, ‘‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছেলে’’
advertisement
মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্জাব পুলিশের উচ্চ আধিকারিককে ফোন করতে শুরু করে৷ যদিও  পুলিশ আর কিছু আইনি পদক্ষেপ করে তাকে গ্রেফতার করে নেয় কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দিতে হয়৷ উল্লেখ্য পাকিস্তানে মদ বিক্রি ও ব্যবহার করা নিষিদ্ধ৷
এর আগের সপ্তাহে সংবাদমাধ্যমে খবর এসেছিল প্রাক্তন ক্রিকেটার  (Ex Cricketer) ইমরান খান  (Imran Khan)   ও তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র মধ্যে মতভেদ চলছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Imran Khan's Son: ‘‘আমি কার ছেলে জানেন’’- ইমরান খানের ছেলেকে বেআইনি মদ রাখায় পুলিশ করল গ্রেফতার, তারপর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement