Imran Khan's Son: ‘‘আমি কার ছেলে জানেন’’- ইমরান খানের ছেলেকে বেআইনি মদ রাখায় পুলিশ করল গ্রেফতার, তারপর

Last Updated:

Imran Khan's Son: এর আগের সপ্তাহে সংবাদমাধ্যমে খবর এসেছিল প্রাক্তন ক্রিকেটার (Ex Cricketer) ইমরান খান (Imran Khan) ও তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র মধ্যে মতভেদ চলছে৷

pakistan prime minister imran khan's step son arrested for possession of liquor- Photo-File
pakistan prime minister imran khan's step son arrested for possession of liquor- Photo-File
#লাহোর: পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার (Ex Cricketer) ইমরান খানের (Imran Khan) ছেলে থুড়ি সৎ ছেলেকে মদ রাখার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ৷ ইমরানের সৎ ছেলের সঙ্গে আরও ২ জনকে গ্রেফতার করে লাহোর পুলিশ৷ পরে অবশ্য উচ্চমহল থেকে  আদেশ আশায় তাদের ছেড়ে দেওয়া হয়৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Pak Prime Minister,) তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র ছেলেকে মদ রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ জানিয়েছে ইমরান খানের সৎ ছেলে (Imran Khan's son) মুসা মানেক এবং তাঁর সঙ্গে থাকা তিন বন্ধুর গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়৷
advertisement
আসলে মুসা মানেক ইমরান খানের (Imran Khan) তৃতীয় স্ত্রী বুশরা বিবির ছেলে৷ এই ছেলে বুশরা বিবি-র প্রথম বিয়ের থেকে হওয়া সন্তান৷ ইমরান খানের সৎ ছেলে মুসা নিজের বন্ধুদের সঙ্গে ঘুরছিলেন৷ এই সময়ে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের পাশে থাকে গাড়ি থেকে মদ উদ্ধার হয়৷ মদ রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করে নেয়৷ পাকিস্তানের প্রধানমন্ত্রীর (Pak Prime Minister) ছেলে শুধু কাণ্ড ঘটিয়েও কিছু গ্লানি হয়নি৷
advertisement
লাহোর পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে পিটিআইকে জানিয়েছে মুসা সহ তিন যুবককে উচ্চ আধিকারিকের থেকে আসা নির্দেশ অনুযায়ি জরুরি আইনি কাজ পুরো করার পর ছেড়ে দেওয়া হয়৷ পুলিশ আধিকারিকরা বলেছেন, ‘‘মুসাকে যখন মদের সঙ্গে গ্রেফতার করা হয় তখন সেখানে হাজির সুরক্ষা আধিকারিকরা তাঁকে ধরলে সে  সেখানে হম্বিতম্বি করে৷ তাঁদের বলে এর পরিণাম ভোগ করার জন্য তৈরি থাকতে হবে৷ সে বলে, ‘‘আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছেলে’’
advertisement
মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্জাব পুলিশের উচ্চ আধিকারিককে ফোন করতে শুরু করে৷ যদিও  পুলিশ আর কিছু আইনি পদক্ষেপ করে তাকে গ্রেফতার করে নেয় কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দিতে হয়৷ উল্লেখ্য পাকিস্তানে মদ বিক্রি ও ব্যবহার করা নিষিদ্ধ৷
এর আগের সপ্তাহে সংবাদমাধ্যমে খবর এসেছিল প্রাক্তন ক্রিকেটার  (Ex Cricketer) ইমরান খান  (Imran Khan)   ও তাঁর তৃতীয় স্ত্রী বুশরা বিবি-র মধ্যে মতভেদ চলছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Imran Khan's Son: ‘‘আমি কার ছেলে জানেন’’- ইমরান খানের ছেলেকে বেআইনি মদ রাখায় পুলিশ করল গ্রেফতার, তারপর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement