Viral News: মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে সপাটে থাপ্পড় পাক প্লেয়ারের, ভাইরাল ভিডিও

Last Updated:

এক বিতর্কিত ঘটনা পিএসএল ২০২২ কে ভাইরাল নিউজ (Viral News) করে দিয়েছে৷ মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারা একেবারে ভাইরাল ভিডিও (Viral Video)৷

Viral News- Photo Courtesy- PSL/Twitter Video Grab
Viral News- Photo Courtesy- PSL/Twitter Video Grab
#নয়াদিল্লি : পাকিস্তান সুপার লিগ  (PSL)  ময়দানের বাইরের নানা বিবাদ এবং কিছু শানদার ম্যাচের জন্য সব জায়গায় শিরোনাম ছিনিয়ে নিচ্ছে৷ অ্যালেক্স হেলস এবং পল স্টার্লিং-র মতো ক্রিকেটাররা নিজস্ব কারণে পিএসএল ২০২২ (PSL 2022) থেকে সরে গিয়েছেন৷ অজি অলরাউন্ডার জেমস ফকনার টাকা না পাওয়ার অভিযোগে টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন৷ ফকনার হোটেল প্রপার্টির ক্ষতিও করেছেন বলে অভিযোগ৷ হোটেল স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন৷ কিন্তু এরপরেও আরও এক বিতর্কিত ঘটনা পিএসএল ২০২২ কে ভাইরাল নিউজ (Viral News) করে দিয়েছে৷ মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারা একেবারে ভাইরাল ভিডিও (Viral Video)৷
লাহোর কলন্দর্সের পেসার হারিস রউফ  ( Haris Rauf )  ম্যাচ চলাকালীন নিজের সতীর্থ ক্রিকেটার কামরান গুলামকে মাঠেই ধাঁই করে থাপ্পড় মেরে দেন৷ রউফকে গত মাসে মহেন্দ্র সিং ধোনি  (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের জার্সি গিফট করেছিলেন৷ আসলে গুলাম লেগ সাইডে রউফের বলে পেশোয়ার জালমি-র হজরতুল্লাহ জজেইয়ের ক্যাচ ফেলে দেন৷ তারপর এই ওভারের শেষ বলে ফাওয়াদ আহমেদ ভালো ক্যাচ ধরে মহম্মদ হারিসকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন৷
advertisement
advertisement
সেলিব্রেশন চলাকালীন থাপ্পড় ভাইরাল নিউজ (Viral News)
advertisement
এই ক্রিকেটের আনন্দ তখন হচ্ছিল যখন গুলাম হাই ফাইভ করতে রউফের কাছে যান৷ তখনই পেসার তাঁকে ঠাস করে থাপ্পড় মেরে দেন৷ এরপরে কামরান গুলাম যদিও হাসছেন দেখা যাচ্ছিল কিন্তু হারিস তাঁকে দেখছেন এরকম দেখা যায়৷ এই ঘটনার পর গুলাম ১৭তম ওভারে পেশোয়ারের অধিনায়ক ওয়াহাব রিজায়কে শানদার রানআউট করেন তখন তাঁকে গলা জড়িয়ে ধরেন রউফ৷ তবে মাঠে এভাবে সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মারার জন্য তাঁকে কোনও শাস্তির মুখেও পড়তে হতে পারে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
advertisement
দেখুন ভাইরাল ভিডিও  (Viral Video)
পিএসএল (PSL) ২০১৬ তে ওয়াহাব রিজায় আহমদ শাহজাদকে ধাক্কা দিয়েছিলেন আর প্রায় পিটিয়েই দিয়েছিলেন৷ তিনি আউট হওয়ার পর ডাগআউটে ফেরত যাওয়ার সময় নিজের ব্যাট দেখিয়ে বোলারকে উস্কানি দেন৷ এরপরে শাহজাদের ম্যাচ ফ-র ৩০ শতাংশ এবং রিজায়ের ম্যাচ ফি-র ৪০ শতাংশ কাটা গিয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral News: মাঠের মধ্যেই সতীর্থ ক্রিকেটারকে সপাটে থাপ্পড় পাক প্লেয়ারের, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement