Wriddhiman Saha Controversy: ‘কে কেন এইরকম ট্যুইট করল’-ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি কথা বলবে BCCI

Last Updated:

Wriddhiman Saha Controversy: ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক (Wriddhiman Saha Controversy) আর থামার নামই নিচ্ছে না৷ এদিকে রবি শাস্ত্রীর এই ট্যুইটের পর সোমবার সন্ধ্যায় বড়সড় বিবৃতি আসে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের থেকে৷

Wriddhiman Saha Controversy: bcci will ask wriddhiman saha about his tweet - Photo-AFP
Wriddhiman Saha Controversy: bcci will ask wriddhiman saha about his tweet - Photo-AFP
#মুম্বই: ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক (Wriddhiman Saha Controversy) আর থামার নামই নিচ্ছে না৷ আপাত শান্ত স্বভাবের বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে ধীরে ধীরে ছেঁটে ফেলার রাস্তায় হেঁটেছে বোর্ড (BCCI)৷ আর এই অবস্থায় এক সাংবাদিকের দেওয়া হুমকি মেসেজে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha Controversy)৷ আর তারপরেই এবারে সরাসরি আসরে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ দেশের সিনিয়র ক্রিকেটারকে কিভাবে এই ধরণের হুমকি দেওয়া যায় তা খতিয়ে দেখবে বিসিসিআই (BCCI)৷
বেশ কয়েকদিন ধরেই ঋদ্ধিমান সাহা ((Wriddhiman Saha) বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করছিলেন৷ দিন দুয়েক আগে শ্রীলঙ্কা সফরে ঋদ্ধি দলে জায়গা না পাওয়ার পর সরাসরি অভিযোগ তুলে বলেছিলেন তাঁর সঙ্গে সঠিক হচ্ছে না এমনকি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কানেকশন এনে বলেছিলেন যে দাদা তাঁকে আশ্বাস দিয়েছিলেন ব্যাট হাতে ভাল ইনিংস খেলার পর  যে ভারতীয় টেস্ট দলে তাঁর জায়গা পাকা৷
advertisement
advertisement
এদিকে এখানেই শেষ নয়, এই আগুনে আরও ঘি পড়ে যখন কোনও জাতীয় স্তরের সাংবাদিক ঋদ্ধিমান সাহাকে হুমকি দেন৷ ঋদ্ধি কোনও রাখঢাক না করে সেই স্ক্রিন শট নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেন৷
advertisement
এরপর নানা জায়গা থেকে প্রতিবাদ আসে৷ পিছিয়ে থাকেননি রবি শাস্ত্রী ৷ কোন সাংবাদিক ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) ‘হুমকি’ দিয়েছেন? তা খুঁজে বের করার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই (Sourav Ganguly) নিতে হবে। এমনটাই ট্যুইট করে জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)৷ তিনি বোর্ড প্রেসিডেন্ট সৌরভের কোর্টে বল ঠেলে দেন৷
advertisement
advertisement
এদিকে রবি শাস্ত্রীর এই ট্যুইটের পর সোমবার সন্ধ্যায় বড়সড় বিবৃতি আসে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের থেকে৷ তিনি বলেছেন, ‘‘হ্যাঁ আমরা ঋদ্ধিমানকে ওঁর ট্যুইটের বিষয়ে জিজ্ঞাসা করব৷ আসল ঘটনা কি হয়েছে৷ আমাদের জানতে হবে ওনাকে হুমকি দেওয়া হয়েছে কিনা, এর পিছনে কি ঘটনা রয়েছে৷ আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না বিসিসিআই সচিব জয় শাহ এই নিয়ে কথা বলবেন৷ ’’
advertisement
এদিকে রবি শাস্ত্রীর পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরাও ঋদ্ধিমান সাহার হয়ে সওয়াল করেছেন৷
advertisement
ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে সৌরভকে চিঠি লিখলেন অশোক ভট্টাচার্য। ভারতীয় দল (Indian Cricket Team) থেকে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) বাদ পড়ায় মর্মাহত অশোক ভট্টাচার্য। সিদ্ধান্ত পুনর্বিবেচানার আর্জি জানিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। আজই চিঠি পাঠিয়েছেন। অশোক ভট্টাচার্য বলেন, 'বঞ্চনার শিকার হয়েছে শিলিগুড়ির ঋদ্ধিমান। এর আগে সৌরভের (Sourav Ganguly) সঙ্গে যখন এমনটা হয়েছিল, আমরা তখন প্রতিবাদ করেছিলাম। আজও প্রতিবাদের রাস্তা থেকে সরছি না। যে অজুহাতে তাঁকে দলের বাইরে রাখা হল, তার কারণ বোধগম্য হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha Controversy: ‘কে কেন এইরকম ট্যুইট করল’-ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি কথা বলবে BCCI
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement