ঋদ্ধিমান সাহা বনাম বোর্ড লড়াই (Wriddhiman Saha Controversy) আগেই শুরু হয়েছিল, তার মধ্যে সাংবাদিকের হুমকি মেসেজ সেই লড়াইকে আরও খারাপ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে৷
Wriddhiman Saha Controversy: if bcci ask me to reveal the name i would not say claims wriddhiman saha
#মুম্বই: ঋদ্ধিমান সাহা বনাম বোর্ড লড়াই (Wriddhiman Saha Controversy) আগেই শুরু হয়েছিল, তার মধ্যে সাংবাদিকের হুমকি মেসেজ সেই লড়াইকে আরও খারাপ জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে৷ এখন সরাসরি দ্বিধাবিভক্ত ক্রিকেট পরিবার৷ একদল রয়েছেন যাঁরা ঋদ্ধিমান সাহার এভাবে সরাসরি নির্বাচক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোলা কথা ঠিক হয়নি বলছে একটা অংশ৷ আবার অন্যপক্ষের দাবি ঋদ্ধিমান সাহাকে এভাবে দল থেকে ছেঁটে ফেলা ঠিক হয়নি৷ এর মধ্যে জলঘোলা আরও হয়েছে সাংবাদিকের সঙ্গে চ্যাট ফাঁস করে দেওয়া নিয়ে৷ এই নিয়ে রবি শাস্ত্রী থেকে শুরু করে বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিংরা ঋদ্ধির বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে বোর্ডকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন৷ এরপরেই রবিবার বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়ে দেন এই রিপোর্টারের সঙ্গে প্রকাশ হওয়া চ্যাট নিয়ে ঋদ্ধির সঙ্গে কথা বলবে বিসিসিআই (BCCI)৷
এবার বিসিসিআইয়ের এই পদক্ষেপের পর ফের মুখ খুলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)৷ তিনি ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া সোমবার সকালে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি এখনও, ওরা যদি আমাকে তাঁর নাম জিজ্ঞাসা করে (জার্নালিস্টের নাম) তাহলে আমি বলব এটা আমার কখনই ইচ্ছা নয় যে কারোর কেরিয়ারে ক্ষতি করব৷ আর সেই জন্যে আমি আমার ট্যুইটে তাঁর নামটা দিইনি৷ এটা আমার বাবা-মায়ের শিক্ষা নয়৷ আমার খালি এটাই লক্ষ্য ছিল যে ভারতে এমন সাংবাদিক আছেন যে একজন ক্রিকেটারকে শ্রদ্ধা করেন না৷’’
এদিকে এর আগে ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে বিতর্ক (Wriddhiman Saha Controversy) আর থামার নামই নিচ্ছে না৷ আপাত শান্ত স্বভাবের বাংলার ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে ধীরে ধীরে ছেঁটে ফেলার রাস্তায় হেঁটেছে বোর্ড (BCCI)৷ আর এই অবস্থায় এক সাংবাদিকের দেওয়া হুমকি মেসেজে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha Controversy)৷ আর তারপরেই এবারে সরাসরি আসরে নামল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ দেশের সিনিয়র ক্রিকেটারকে কিভাবে এই ধরণের হুমকি দেওয়া যায় তা খতিয়ে দেখবে বিসিসিআই (BCCI)৷
advertisement
বেশ কয়েকদিন ধরেই ঋদ্ধিমান সাহা ((Wriddhiman Saha) বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করছিলেন৷ দিন দুয়েক আগে শ্রীলঙ্কা সফরে ঋদ্ধি দলে জায়গা না পাওয়ার পর সরাসরি অভিযোগ তুলে বলেছিলেন তাঁর সঙ্গে সঠিক হচ্ছে না এমনকি তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কানেকশন এনে বলেছিলেন যে দাদা তাঁকে আশ্বাস দিয়েছিলেন ব্যাট হাতে ভাল ইনিংস খেলার পর যে ভারতীয় টেস্ট দলে তাঁর জায়গা পাকা৷
এদিকে এখানেই শেষ নয়, এই আগুনে আরও ঘি পড়ে যখন কোনও জাতীয় স্তরের সাংবাদিক ঋদ্ধিমান সাহাকে হুমকি দেন৷ ঋদ্ধি কোনও রাখঢাক না করে সেই স্ক্রিন শট নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেন৷
এরপর নানা জায়গা থেকে প্রতিবাদ আসে৷ পিছিয়ে থাকেননি রবি শাস্ত্রী ৷ কোন সাংবাদিক ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) ‘হুমকি’ দিয়েছেন? তা খুঁজে বের করার দায়িত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই (Sourav Ganguly) নিতে হবে। এমনটাই ট্যুইট করে জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)৷ তিনি বোর্ড প্রেসিডেন্ট সৌরভের কোর্টে বল ঠেলে দেন৷
advertisement
Shocking a player being threatened by a journo. Blatant position abuse. Something that's happening too frequently with #TeamIndia. Time for the BCCI PREZ to dive in. Find out who the person is in the interest of every cricketer. This is serious coming from ultimate team man WS https://t.co/gaRyfYVCrs
এদিকে রবি শাস্ত্রীর এই ট্যুইটের পর সোমবার সন্ধ্যায় বড়সড় বিবৃতি আসে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালের থেকে৷ তিনি বলেছেন, ‘‘হ্যাঁ আমরা ঋদ্ধিমানকে ওঁর ট্যুইটের বিষয়ে জিজ্ঞাসা করব৷ আসল ঘটনা কি হয়েছে৷ আমাদের জানতে হবে ওনাকে হুমকি দেওয়া হয়েছে কিনা, এর পিছনে কি ঘটনা রয়েছে৷ আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না বিসিসিআই সচিব জয় শাহ এই নিয়ে কথা বলবেন৷ ’’
এদিকে রবি শাস্ত্রীর পাশাপাশি বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরাও ঋদ্ধিমান সাহার হয়ে সওয়াল করেছেন৷
Extremely sad. Such sense of entitlement, neither is he respected nor a journalist, just chamchagiri.
With you Wriddhi. https://t.co/A4z47oFtlD
ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) নিয়ে সৌরভকে চিঠি লিখলেন অশোক ভট্টাচার্য। এদিকে এরপর অবশ্য ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে মুখ খুলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন তাঁর ব্যক্তিগত মতের কথা৷ স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় প্রথমে বলেছেন কোচ ও সৌরভের সঙ্গে হওয়া তাঁর ব্যক্তিগত কথা এভাবে ঋদ্ধির সর্বসমক্ষে আনা উচিত হয়নি৷ পাশাপাশি তিনি সাংবাদিকের সঙ্গে চ্যাটও সকলের সামনে আনাকে দ্বিপাক্ষিক কথোপকথনের ব্যক্তিগত বিষয়ের সীমা লঙ্ঘন বলেছেন৷
এদিকে আবার সাংবাদিকদের একটা অংশও এভাবে ঋদ্ধির সঙ্গে কথোপকথনের স্ক্রিন শট শেয়ার করা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে৷ য
Y shouldn’t also action not be taken against @Wriddhipops fr bringing all the confidential talks between him n Coach & BCCI Pres Ganguly to public domain…Victim Card game Going Wrong fr him..?N then putting a journo’ msg to divert attention of public…thr r always 2 sides @BCCI