Good Look Tips: কেমন বডিশেপ! নিজেই বিচার করে পোশাক পরুন, চোখ ফেরানো যাবে না
- Published by:Debalina Datta
Last Updated:
Good Look Tips: নিজের শরীরের গঠন অনুযায়ী পোশাক বেছে নেওয়ার আগে কোন কোন কথা মাথায় রাখা দরকার সেটা দেখে নেওয়া যাক।
#নয়াদিল্লি: অনেক সময় নিজের জন্য নিখুঁত পোশাক (Good Look Tips) বেছে নেওয়ার পরেও অত্যন্ত হতাশ হতে হয়। কারণ শরীরের গঠন অনুযায়ী পোশাক বেছে নিলেও তার আগে কয়েকটি জরুরি কথা মাথায় রাখতে হয়। সেই পোশাক শুধু শরীরের (Body Shape) সঙ্গে ফিট হতে হয় তা নয়, এটি আরামদায়কও (Body Shape) হতে হয় এবং তার সঙ্গে সেই পোশাকে আত্মবিশ্বাসীও অনুভব করতে হয়। নিজের শরীরের গঠন অনুযায়ী পোশাক বেছে নেওয়ার আগে কোন কোন কথা মাথায় রাখা দরকার সেটা দেখে নেওয়া যাক।
কাঠামো
পোশাক কেনার আগে নিজের কাঠামো বুঝতে হবে। নিজেকে একটি বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দেখতে হবে শরীরের গঠন আপেল আকৃতির, না কি কোনও কার্ভ ছাড়া সোজা ধরনের। যদি নিতম্ব কাঁধের চেয়ে চওড়া হয় অর্থাৎ নাশপাতি আকৃতির হয় বা মোটামুটি ভারসাম্যপূর্ণ বা আওয়ারগ্লাস হয় তাহলে পোশাক বেছে নিতে সুবিধা হবে।
advertisement
উপাদান
শরীরের ধরন অনুযায়ী কাপড় নির্বাচন করা পোশাকের মতোই গুরুত্বপূর্ণ। উল এবং চাঙ্কি নিটের পরিবর্তে সুতির কাপড় বেছে নিতে হবে কারণ উল নাশপাতি আকৃতির ফিগারের উপরের অংশকে ভারী দেখাতে পারে। স্প্যানডেক্স এবং লেদার আওয়ারগ্লাস ফিগারের জন্য দুর্দান্ত। স্যাটিন এবং সিল্ক আয়তক্ষেত্রাকার বা কার্ভ ছাড়া অন্য গঠনে মানায় না এবং চকচকে এবং টাইট ফিটের কাপড় আপেল-আকৃতির দেহে মানানসই নয়।
advertisement
advertisement
আরও পড়ুন - Oracle Speaks: ওরাকল স্পিকস ২২ ফেব্রুয়ারি, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
প্যাটার্ন
বোল্ড প্রিন্টগুলি নাশপাতি আকৃতির দেহের উপরের অংশের জন্য ভালো। আওয়ারগ্লাস ফিগারের নিচের অংশে বেশি জংলা প্রিন্ট না পরাই ভালো। আপেল আকৃতির শরীরে হাল্কা প্রিন্ট ভালো মানায় এবং আয়তক্ষেত্রাকার বা সোজা আকারের শরীরে একটু কার্ভ আনার জন্য উজ্জ্বল রঙের প্রিন্টগুলি বেছে নেওয়া উচিত।
advertisement
রঙ
শরীরের আকার চওড়া দেখাবে না কি পাতলা সেটা নির্ভর করে রঙের উপরেও। আপেল আকৃতির ফিগারে নিচের দিকে গাঢ় রঙ এবং উপরে উজ্জ্বল রঙ পরা যেতে পারে। যদি নাশপাতি আকৃতির বডি টাইপ হয় উরুর অংশের জন্য গাঢ় রঙ বেছে নিতে হবে। আওয়ারগ্লাস মহিলারা নিচের অংশে হাল্কা রঙ বেছে নিতে পারেন।
advertisement
আরও পড়ুন - Wriddhiman Saha Controversy: ‘কে কেন এইরকম ট্যুইট করল’-ঋদ্ধিমান সাহার সঙ্গে সরাসরি কথা বলবে BCCI
অ্যাকসেসরি
স্কার্ফ নেকলাইনকে সুন্দর দেখায়। নাশপাতি আকৃতির মহিলাদের জন্য, হিলজুতো মানানসই। টাই-ইন টপস আওয়ারগ্লাস ফিগারে মানায়। লো স্লাং বেল্ট সোজা আকৃতির শরীরে মানায়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 10:24 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Good Look Tips: কেমন বডিশেপ! নিজেই বিচার করে পোশাক পরুন, চোখ ফেরানো যাবে না