Virat Kohli GOAT: ট্যুইটারে বিরাটের নামের পাশে ‘GOAT’ আইকন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ট্রেন্ড

Last Updated:

Virat Kohli GOAT: ভারতের নেট দুনিয়ার এটা টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে যায়৷ দেখে নিন এই হ্যাশট্যাগের কয়েকটি ট্যুইট দেখে নিন৷

Virat Kohli GOAT- Photo- AFP
Virat Kohli GOAT- Photo- AFP
#কলকাতা: বুধবার সকালে ঝড়ের গতিতে ভাইরাল ট্যুইটার৷ বিরাট কোহলির নামের সঙ্গে ট্রেন্ড শুরু হয় ‘GOAT’ দেখা যেতে শুরু করে বিরাট কোহলির নামের পাশে৷ আগুন যেমন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে তেমনিই বিরাট কোহলি ‘গোট’ ছড়িয়ে পড়ে৷ যাঁরা জানেন তাঁরা সকলেই জানেন এই গোট- ‘GOAT’- হল গ্রেটেস্ট অফ অল টাইম- অর্থাৎ সর্বকালীন সেরা৷  ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সব ফর্ম্যাটেই অসাধারণ এক ক্রিকেটার৷ টেস্টে ক্রিকেটে বড় ইনিংস খেলার পাশাপাশি টি টোয়েন্টিতে আগুনে ইনিংস সবকিছুতেই তাঁর জুড়ি মেলা ভার৷ তাঁর রাস্তায় যত বিপত্তি এসেছে সবই তিনি টপকেছেন সাফল্যের সঙ্গে৷
তাঁর সেরা -র সেরা পারফরম্যান্স ২২ গজে তাঁর দাপটের কথা ভেবে ফ্যানরা তাঁকে ট্যুইটারে সর্বকালীন সেরা অর্থাৎ ‘GOAT’ আইকনে ভূষিত করেন৷ ৩৩ বছরের ভারতীয় তারকাকে দেওয়া হয়ে এই পরিচিত চিহ্ন #ViratKohli𓃵 ৷ 
advertisement
advertisement
ভারতের নেট দুনিয়ার এটা টপ ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে যায়৷ দেখে নিন এই হ্যাশট্যাগের কয়েকটি ট্যুইট দেখে নিন৷
advertisement
advertisement
advertisement
২২ গজে বিরাট কার্যত রাজার মতোই আধিপত্য দেখিয়েছেন৷ দিল্লির ছেলে শুধু ক্রিকেটার হয়েই নয় একেবারে অধিনায়ক হয়েও তিনি সাফল্য পেয়েছেন আকাশ ছোঁয়া৷
advertisement
বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে দিল্লি -র ছেলে বিরাট কোহলি ২০০৮ -র অগাস্টে অনুর্ধ্ব ১৯  বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে খেতাব জিতিয়েছিলেন৷ ধোনি-যুবি-গম্ভীরদের সাফল্যের সময় যখনই সুযোগ পেয়েছেন তখনই জাত চিনিয়েছেন৷ ভারতীয় ক্রিকেটের প্রথম একাদশে সুযোগ নয় নিজেকে  অত্যন্ত প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli GOAT: ট্যুইটারে বিরাটের নামের পাশে ‘GOAT’ আইকন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ট্রেন্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement