advertisement

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খবর

বিজেপি

বিজেপি বা ভারতীয় জনতা পার্টি ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। বর্তমানে দেশের শাসক দলও। বিজেপি ডানপন্থী রাজনৈতিক দল হিসেবেই পরিচিত। হিন্দু জাতীয়তাবাদী আদর্শকে কেন্দ্র করে এদের নীতি বা এজেন্ডা তৈরি হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ মতাদর্শগত এবং সাংগঠনিক সম্পর্ক রয়েছে। সংসদের পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতে প্রতিনিধিত্বের দিক থেকে বিজেপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল।

১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘের প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থার পর জনসংঘ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মিশে যায়। তৈরি হয় জনতা পার্টি। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস দলকে পরাজিত করে তারা। তিন বছর ক্ষমতায় থাকার পর ১৯৮০ সালে জনতা পার্টি উঠে যায়। জনসংঘের সদস্যরা তখন নতুন একটি রাজনৈতিক দল তৈরি করে, তার নাম বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। তবে শুরুর দিকে জনমানসে আঁচড় কাটতে পারেনি বিজেপি। ১৯৮৪ সালের লোকসভা ভোটে মাত্র ২টি আসন জেতে তারা।

রাম জন্মভূমি আন্দোলন বিজেপিকে গোটা দেশে পরিচিতি এনে দেয়। দল শক্তিশালী হয়। বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতা দখল করে। লোকসভা নির্বাচনেও ফল হয় চমকপ্রদ। ১৯৯৬ সালে সংসদে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। কিন্তু লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার অভাব থাকায় সেই সময় অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার মাত্র ১৩ দিন স্থায়ী হয়।

১৯৯৮ সালের লোকসভা ভোটের পর তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বে বিজেপির সঙ্গে জোট বাঁধে মতাদর্শগতভাবে মেলে এমন ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলি। তৈরি হয় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ। এই সরকার এক বছর স্থায়ী হয়। পরের নির্বাচনে এনডিএ জোট বাজপেয়ীর নেতৃত্বে পূর্ণ মেয়াদে সরকার চালায়। এটাই ছিল ভারতের প্রথম অকংগ্রেসি সরকার। কিন্তু ২০০৪ সালের লোকসভা ভোটে ফের মুখ থুবড়ে পড়ে বিজেপি। এর পরের ১০ বছর বিজেপি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে।

২০১৪ সালে বিজেপিকে অভাবনীয় সাফল্য এনে দেন নরেন্দ্র মোদি। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। মোদিকে সামনে রেখেই এই লোকসভা ভোটে লড়ে বিজেপি। ২০১৯ সালেও তাঁর নেতৃত্বেই বিপুল জয় হাসিল করে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, ২০২২ সালের এপ্রিল পর্যন্ত দেশের মোট ১৮টি রাজ্যের শাসনভার ছিল তাদের হাতে।

বিজেপির সরকারি মতাদর্শ হল মানবতাবাদ। দীনদয়াল উপাধ্যায় ১৯৬৫ সালে এই নীতি প্রণয়ন করেন। এরা সামাজিক রক্ষণশীলতা এবং জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বিদেশ নীতির পক্ষে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বিজেপি যে ইস্যুগুলোর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে, তার মধ্যে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ অন্যতম। এছাড়া ইউনিফর্ম সিভিল কোডের বাস্তবায়নও রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হয়, ১৯৮৪ থেকে ২০০৪ পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে খুব একটা নাড়াচাড়া করেনি এনডিএ নেতৃত্বাধীন সরকার। বরং বৃহত্তর উদার অর্থনীতির পক্ষেই সওয়াল করেন তাঁরা। যা বিশ্বায়ন এবং সামাজিক কল্যাণের চেয়ে অর্থনৈতিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়।

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement