Nitin Nabin: ছাব্বিশে পদ্মের টার্গেট বাংলা। দায়িত্ব পেয়েই পশ্চিমবঙ্গে নজর নিতিন নবীনের। দফায় দফায় বৈঠকের পর এবার বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুর্গাপুরে কমল মেলার উদ্বোধন। রাতেই হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক। দুর্গাপুর-রানিগঞ্জে কর্মী সম্মেলন করবেন নিতিন নবীন। পুজো দেবেন দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে।



