Nitin Nabin: প্রথমবার বঙ্গ সফরে নিতিন নবীন! দায়িত্ব নেওয়ার পরই বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি, রইল সফরসূচি
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিজেপি সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গ সফরে নিতিন নবীন। আজ, মঙ্গলবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে, কমল মেলায় অংশগ্রহণ করবেন তিনি।
কলকাতা: বিজেপি সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বঙ্গ সফরে নিতিন নবীন। আজ, মঙ্গলবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে নেমে, কমল মেলায় অংশগ্রহণ করবেন তিনি। পরবর্তীতে আজ রাতেই দুর্গাপুরে কোর কমিটির বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কোর কমিটির সদস্যদের থেকে মূলত রাজ্যের জোন ভিত্তিক রিপোর্ট নেওয়ার কথা রয়েছে তাঁর।
মূলত বাংলার সাংগঠনিক ভিত বুঝে নেওয়ার চেষ্টা নিতিন নবীনের। এছাড়া এসআইআর চলাকালীন বঙ্গের পরিস্থিতি এবং এসআইআর পরবর্তী বাংলায় তার প্রভাব সম্পর্কেও আলোচনা হতে পারে আজকের বৈঠকে।
advertisement
advertisement
আগামীকাল সকালে দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেবেন নিতিন নবীন। তারপরেই দুর্গাপুরে চিত্রালয় মেলা মাঠে বর্ধমান বিভাগের কর্মী সম্মেলনে অংশ নেবেন তিনি। পরবর্তীতে দুপুরে রানীগঞ্জে আসানসোল জেলা কর্মীদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি মূলত রাঢ়বঙ্গ এবং তৎসংলগ্ন জেলাকে নিজেদের শক্ত জমি বলেই মনে করে।
আরও পড়ুন: বলুন তো কোন ভিটামিনের অভাবে রাতে ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা ঝরে? কোন সমস্যার লক্ষণ? এখনই জানুন
advertisement
তবে ‘২৪ এর লোকসভা নির্বাচনের পর সেই ভিত কিছুটা আলগা হয়েছে বলেই দাবি সূত্রের। ২৬ শে নির্বাচনের আগে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল সংলগ্ন এলাকার বিধানসভা ভিত্তিক কর্মীদের মনোবল বাড়াতে বার্তা দিতে পারেন নিতিন নবীন। পাশাপাশি কর্মীদের সঙ্গে কথা বলে মূলত রুট লেভেলের সাংগঠনিক শক্তি বুঝে নেওয়ার চেষ্টা দিল্লি বিজেপির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 27, 2026 1:17 PM IST










