
তিনি আইপ্যাক অফিসে পৌঁছনোর আগেই সব নথি সরিয়ে নিয়েছে ইডি৷ এমনই অভিযোগ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলের পর মমতা বলেন, 'আমি কোনও অন্যায় করিনি৷ গতকাল যা করেছি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে করেছি৷ তুমি আমাকে খুন করতে এসেছো৷ আমারও আত্মরক্ষার অধিকার আছে৷ আমার সব বিএলএ-২, আমার সব তথ্য চুরি করেছো। তোমরা ৬ টায় ঢুকেছো, আমি তো ১১.৪০ নাগাদ ঢুকছি। ততক্ষণে সব সরিয়ে নিয়েছো। আমি প্রতীককে (জৈন)ফোন করলাম, দেখলাম ফোনটা ধরল না। আমি দেখলাম জোড়া ফুল চিহ্নে তো আমরা দাঁড়াই৷ জোড়া ফুল, পার্টি যদি রক্ষা না হয়, লড়াইটা করব কী করে? একটা মঞ্চ তো দরকার৷'





