Gangasagar Mela 2026: পুণ্যের উদ্দেশ্যে গঙ্গাসাগরে এসে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত অসমের পুণ্যার্থী, চিন্তায় পুলিশকর্মীর পরিবার

Last Updated:

Gangasagar Mela 2026: গঙ্গাসাগরে এসে মৃত্যু আসামের পূণ্যার্থীর, চিন্তায় পরিবার। ওই ব্যক্তির গঙ্গাসাগরে এসে হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে।

মৃত মিঠুন মন্ডল
মৃত মিঠুন মন্ডল
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে এসে মৃত্যু আসামের পূণ্যার্থীর, চিন্তায় পরিবার। ওই ব্যক্তি গঙ্গাসাগরে এসে হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে। তাঁকে তড়িঘড়ি সাগরে মেলার অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় প্রথমে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পরে হ্যাম রেডিওকে খবর দেওয়া হয়। হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস নিজে সেখানে উপস্থিত হন। ঘন্টাখানেকের প্রচেষ্টার পর তাঁর পরিচয় জানা যায়। তিনি আসামে পুলিশের টেকনিশিয়ানের কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁর নাম মিঠুন মন্ডল(৫০)।
আরও পড়ুন: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম
তিনি একাই গঙ্গাসাগর মেলা দেখতে এসেছিলেন। মেলাতে এসে তাঁর মৃত্যু হলে, তাঁর পরিচয় প্রথমে শনাক্ত করা যাচ্ছিল না। পরে এই তথ্য জানার পর দ্রুত জেলা প্রশাসন আসামে যোগাযোগ করে। সেখানকার প্রশাসনে জানানো হলে, তাঁর ছেলেকে বিমানে করে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় পরিবারের লোকজন ভেঙে পড়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য সরকার ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই ঘটনায় সবরকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত সমস্ত সহযোগিতা করা হচ্ছে খবর। পরিবারের লোকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হচ্ছে। মেলায় পৌঁছলে মৃতের ছেলেকে আলাদাভাবে আনা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আসাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: পুণ্যের উদ্দেশ্যে গঙ্গাসাগরে এসে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত অসমের পুণ্যার্থী, চিন্তায় পুলিশকর্মীর পরিবার
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement