Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম

Last Updated:

East Bardhaman Nipah Virus: আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা জানতে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা স্বাস্থ্যদফতর। 

কাটোয়া হাসপাতাল 
কাটোয়া হাসপাতাল 
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নিপা ভাইরাসে আক্রান্ত এক নার্সকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ও মঙ্গলকোট এলাকায়। আক্রান্ত অবস্থায় ওই নার্স কার কার সংস্পর্শে এসেছিলেন, তা জানতে বিশেষ তৎপরতা শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর। সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যেই সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাঁদের স্বাস্থ্যের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২ জানুয়ারি অসুস্থতা নিয়ে কাটোয়ার এক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে যান ওই তরুণী নার্স। চিকিৎসক জানান, ওই দিন তরুণী সংজ্ঞা হারানোর মতো উপসর্গের কথা বললেও জ্বর, শরীর ব্যথা কিংবা অন্য কোনও অস্বাভাবিক লক্ষণ তাঁর চোখে পড়েনি। তাই সেদিন বিষয়টি গুরুতর বলে মনে হয়নি বলেই জানান তিনি। এরপর ৩ জানুয়ারি ফের তরুণী অচৈতন্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।
advertisement
আরও পড়ুন: ছিনতাই সেরে মিষ্টির দোকানে ডিজিটাল পেমেন্টেই মিলল সূত্র, পুলিশের ফিল্মি কায়দায় অভিযান! জালে স্নাতক লোন এজেন্ট
সেখানে চিকিৎসকেরা তরুণীর শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরিস্থিতি আরও জটিল হওয়ায় পরিবারের তরফে তাঁকে পরে বারাসাতের নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। বারাসাত নারায়ণ হাসপাতালে পরীক্ষার পরই জানা যায়, ওই তরুণী নিপা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত তরুণী পেশায় একজন নার্স এবং বারাসাত নারায়ণ হাসপাতালেই কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের একটি গ্রামে। উল্লেখযোগ্যভাবে, গত ৩১ ডিসেম্বর তিনি চাকরির পরীক্ষা দিতে গুসকরা শহরে গিয়েছিলেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও কাটোয়া শহরে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে, তবুও তিনি গ্রামের বাড়িতেই গিয়েছিলেন বলে খবর। সংক্রমণ ছড়ানো রুখতে প্রশাসন ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর, আক্রান্ত নার্সের গ্রামের বাড়ি সংলগ্ন এলাকা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতরের তরফে পরিবারের সদস্যদের বাড়ি থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। অযথা কাউকে বাড়িতে প্রবেশ না করার নির্দেশও দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement