গত কয়েকদিনে পুরুলিয়ার ঝালদার বেগুনকোদর এবং বান্দোয়ানে দেখা পাওয়া গেল বরফের। কিন্তু, এটাকে বরফ বা তুষারপাত নয় ‘ভূমি তুহিন’বা ground frost বলা হয়। মূলত, গত কয়েক দিন ভোরে দিকে বেগুনকোদরে খড়ের উপর দেখা মিলেছে তুষার কণার। একে বলা হয় ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। এর কারন প্রসঙ্গে পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ব বিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন, “সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছুগুলি বিষয় এক হয়ে গেলে ‘গ্রাউণ্ড ফ্রস্ট বা ভূমি তুহিন’ দেখা যেতে পারে।
Last Updated: Jan 12, 2026, 20:24 IST


