Gangasagar Mela 2026: বুধবার ১টা ১৯ মিনিট থেকে...গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় কতক্ষণ? ডিজিটাল ব্যবস্থায় নজিরবিহীন প্রস্তুতি সাগর দ্বীপে

Last Updated:

এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান শুরু হবে ১৪ই জানুয়ারি বুধবার দুপুর ১টা ১৯ মিনিট থেকে। চলবে বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত। টানা ২৪ ঘণ্টা ধরে পুণ্যার্থীরা পুণ্য স্নানের সুযোগ পাবেন। 

+
বুধবার

বুধবার ১টা ১৯ মিনিট থেকে...গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় কতক্ষণ? ডিজিটাল ব্যবস্থায় নজিরবিহীন প্রস্তুতি সাগর দ্বীপে

দক্ষিণ ২৪ পরগনা,গঙ্গাসাগর, সুমন সাহা: এবছর গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান শুরু হবে ১৪ই জানুয়ারি বুধবার দুপুর ১টা ১৯ মিনিট থেকে। চলবে বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত। টানা ২৪ ঘণ্টা ধরে পুণ্যার্থীরা পুণ্য স্নানের সুযোগ পাবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একাধিক নতুন পরিকাঠামো ও ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৬-এ।
গঙ্গাসাগরে আসার জন্য ৪.৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের টেন্ডার ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক সহায়তা নেই বলে জানান হয়েছে রাজ্য সরকারের তরফে। তটভূমির রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন রাস্তা তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি সাগর বাসস্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ড নতুন করে আরও একটি করে করা হয়েছে। পুণ্যার্থীদের স্বাগত জানাতে একাধিক স্বাগত তোরণ নির্মাণ করা হয়েছে। স্নানের পর বিনামূল্যে ছবি-সহ পুণ্যস্নান সার্টিফিকেট দেওয়া হচ্ছে সাগর প্রাঙ্গন থেকে।
মেলায় ডিজিটাল ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। QR কোডের মাধ্যমে মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য—অনুসন্ধান অফিস, পার্কিং লট, হাসপাতাল-সহ প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে জানা যাবে। বয়স্ক ও শিশুদের জন্য ‘ই-পরিচয়’ এবং রিস্ট ব্যান্ড দেওয়া হচ্ছে, যাতে হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া যায়।
advertisement
এবারের মেলায় পানীয় জলের জন্য ১৪টি মেশিনে পাউচ জল সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি ৭৬টি ওয়াটার কিয়স্ক বসানো হয়েছে। প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে ৩৮৫০টি মাইক। নিরাপত্তার জন্য রয়েছে ৪২টি ওয়াচ টাওয়ার এবং ১১ হাজার ৩০০টি টয়লেট তৈরি করা হয়েছে পুন্যার্থীদের জন্য।
advertisement
পাশাপাশি যাত্রী পরিবহণে বাড়ানো হয়েছে বাস, ভেসেল, বার্জ ও লঞ্চের সংখ্যা। কলকাতা থেকে লট ৮ ঘাট পর্যন্ত চলবে ৩৬০০টি বাস। কচুবেড়িয়া থেকে মেলাপ্রাঙ্গন পর্যন্ত বাসের সংখ্যা বাড়িয়ে ৩০০টি করা হয়েছে অগ্নিনির্বাপণে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রুদ্রনগর ফায়ার স্টেশনের পাশাপাশি ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন, ১৬টি বাফার জোন, ৩৮টি ভেহিকেল ও ৭৫টি মোটরসাইকেল প্রস্তুত রাখা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিক-সহ ৩৭০ জন দমকল কর্মী থাকছেন মেলা প্রাঙ্গনে। রয়েছে ১১টি জলের ট্যাঙ্ক ও হাইড্রেন পয়েন্ট।
advertisement
গঙ্গাসাগর ভারতের অন্যতম শ্রেষ্ঠ মেলা হলেও কেন্দ্রীয়ভাবে জাতীয় মেলার স্বীকৃতি এখনও দেওয়া হয়নি এই মেলাকে। তবে রাজ্য সরকার সবরকম প্রস্তুতি নিয়েছে এই মেলাকে পুন্যার্থীদের কাছে আরও সুন্দর ও মনোরম করার জন্য। ২০ হাজার ৪০০ স্কোয়ার মিটার বীচ পুনর্নির্মাণ করা হয়েছে, সমুদ্রতটের ভাঙন রোধে গবেষণা চলছে। এই প্রকল্পে খরচ হয়েছে ৩৩ কোটি টাকা। ১১টি সেচ জলপথ তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সেচ দফতর।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি বিকাল ৩টা পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৪৫ লক্ষ পুণ্যার্থী। এই সময়ের মধ্যে ৮৪ জন নিখোঁজ হলেও ৮০ জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ ২ জন পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিন মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী পুলক রায়, সুজিত বসু, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না এবং সাংসদ বাপি হালদার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: বুধবার ১টা ১৯ মিনিট থেকে...গঙ্গাসাগরে পুণ্যস্নানের সময় কতক্ষণ? ডিজিটাল ব্যবস্থায় নজিরবিহীন প্রস্তুতি সাগর দ্বীপে
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement