School Robbery: সোনারপুরের স্কুলে চুরি! অফিস রুমের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Sonarpur School Robbery: সোনারপুরের লাঙ্গলবেড়িয়া সুরথ স্মৃতি বিদ্যালয়ে চুরি। দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর একাধিক ক্লাসরুম-সহ স্টাফরুমের তালা ভেঙে আলমারি তছনছ করে।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য সোনারপুরের লাঙ্গলবেড়িয়া এলাকায়। চুরির ঘটনাটি ঘটেছে লাঙ্গলবেড়িয়া সুরথ স্মৃতি বিদ্যালয়ে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর একাধিক ক্লাসরুম-সহ স্টাফরুমের তালা ভেঙে আলমারি তছনছ করে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, অফিস রুমের আলমারিতে থাকা নগদ প্রায় ১২ হাজার টাকা চুরি গিয়েছে। পাশাপাশি স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিও উধাও। শুরু তাই নয়, বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ মকর সংক্রান্তিতে ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! বিপদ এড়াতে হাওড়ার যুবকরা একজোট হয়ে যা করছেন, জানলে স্যালুট ঠুকবেন
যদিও স্বস্তির বিষয়, স্কুলে চুরি হলেও কোনও অ্যাকাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি জানান, স্কুলে একজন কেয়ারটেকার থাকেন। এদিন সকালে তিনি ফোন করে জানান অফিস রুম-সহ একাধিক ক্লাস রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে। স্টাফরুম, অফিস রুম ও প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা হয়েছে। আলমারি ভেঙে টাকা চুরি করেছে দুষ্কৃতী। বিদ্যালয় জুড়ে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা থাকলেও দু’টি হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাড় কাঁপানো ঠান্ডায় মানবতার পরশ! হাওড়ার সৃষ্টিশ্রী মেলায় বিনা পয়সার পোশাকের স্টল, উষ্ণতায় কাটুক অসহায়দের শীত
প্রধান শিক্ষক আরও জানান, স্কুলের সামনে হাই মাস্ট লাইট ও রাতে নিরাপত্তার জন্য নাইট গার্ডের প্রয়োজন রয়েছে। মানুষের সহযোগিতায় বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তবে সম্প্রতি ভর্তির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ায় বড়সড় ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 13, 2026 6:52 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
School Robbery: সোনারপুরের স্কুলে চুরি! অফিস রুমের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট, সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা










