Howrah News: হাড় কাঁপানো ঠান্ডায় মানবতার পরশ! হাওড়ার সৃষ্টিশ্রী মেলায় বিনা পয়সার পোশাকের স্টল, উষ্ণতায় কাটুক অসহায়দের শীত
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Howrah Srishtishree Mela 2026: হাওড়া সৃষ্টিশ্রী মেলায় মানবিকতার ছবি। মেলার মধ্যে একটি স্টল রয়েছে যেখানে কোনও বিক্রেতা নেই, আছে ৮ থেকে ৮০ বয়সের পুরুষ-মহিলার পোশাক, কম্বল চাদর আরও নানা সামগ্রী। যা বিনামূল্যে যে কেউ নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
এ প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস জানান, 'মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। সেই দায়িত্ববোধ থেকেই পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবহারযোগ্য পুরনো পোশাক কাউন্সিলরদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বহু মানুষ নিজে থেকে এগিয়ে এসে পোশাক তুলে দিয়েছেন।' (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)






