Gangasagar Mela 2026: অপেক্ষা মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানের, ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gangasagar Mela 2026: পুণ্যস্নানের আগেই ভিড় বাড়ছে সাগরে। সেই ভিড়ে কপিলমুনিকে দর্শন করতে এসেছেন কপিলমুনির গ্রামেরই লোকজন। মেলা দেখে খুশি তাঁরাও।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুণ্যস্নানের আগেই ভিড় বাড়ছে সাগরে। সেই ভিড়ে কপিলমুনিকে দর্শন করতে এসেছেন তাঁর গ্রাম বলে পরিচিত তথা নামাঙ্কিত তথা জনপদের বাসিন্দা লোকজনও। মেলা দেখে খুশি তাঁরাও।
সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রায় ৪৫ লক্ষ পুণ্যার্থীর আগমন হয়েছে মেলায়। এই ভিড় আরও বাড়বে। সাগরমেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন। পুণ্যলাভের মহেন্দ্র মুহূর্তের অপেক্ষায় সাগরতট জুড়ে জমে উঠেছে আধ্যাত্মিক আবহ।
পুরোহিত, ভিক্ষুক থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা-সকলেই তাকিয়ে মাহেন্দ্রক্ষণের দিকে। গরু নিয়ে অপেক্ষায় মালিকেরা। আবহমান কাল থেকে চলে আসা বিশ্বাস অনুযায়ী, গরুর লেজ ধরে বৈতরণী পারের গো-দান করেই লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষলাভের আশায় অংশ নেন।
advertisement
advertisement
তবে মাহেন্দ্রক্ষণের আগেই মঙ্গলবার ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগরস্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। প্রশাসনের তরফে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। আজ দিনভর আরও বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : গুড় না চিনি? শীতে কোনটা দুধে মিশিয়ে খেলে কমবে কোষ্ঠকাঠিন্য? কমবে সর্দিকাশি? জানুন
ক্যানিং থেকে কন্যাকুমারী-দেশের নানা প্রান্ত থেকে মানুষ একপথে হেঁটে এসেছেন একটাই লক্ষ্য নিয়ে, মোক্ষলাভ। সেই ভিড়ে দেখা গিয়েছে কপিলমুনির গ্রামের লোকজনকেও। কপিলাবস্তু গ্রাম থেকে আসা গৌরব ভরদ্বাজ ও অনিতা শর্মা মেলার ব্যবস্থাপনা দেখে খুশি। বর্তমানে এই মেলা ধীরে ধীরে হয়ে উঠছে প্রকৃত অর্থে মিলনমেলা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 13, 2026 4:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Mela 2026: অপেক্ষা মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানের, ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠেছে গঙ্গাসাগর মেলা










