Gangasagar Arati: এবার আরও রঙিন গঙ্গাসাগর, শুরু সাগর আরতি ও সংকীর্তন, হাজির বিদেশিরাও, রইল ফটো

Last Updated:
Gangasagar Arati: এবার আরও রঙিন হয়ৈ উঠল গঙ্গাসাগর। শুরু হল সাগর আরতি ও সংকীর্তন। গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি দেখতে প্রবল শীতেও ভিড় করলেন পূণ্যার্থীরা।
1/5
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার আরও রঙিন হয়ৈ উঠল গঙ্গাসাগর। শুরু হল সাগর আরতি ও সংকীর্তন। গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি দেখতে প্রবল শীতেও ভিড় করলেন পূণ্যার্থীরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার আরও রঙিন হয়ৈ উঠল গঙ্গাসাগর। শুরু হল সাগর আরতি ও সংকীর্তন। গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি দেখতে প্রবল শীতেও ভিড় করলেন পূণ্যার্থীরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
মকর সংক্রান্তির পুণ্যলগ্ন এগিয়ে আসতেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে আধ্যাত্মিকতার মহাসম্মিলন।কপিল মুনির আশ্রমের সন্নিকটে, দুই নম্বর স্নানঘাটের পাশে ঘটা করে শুরু হয়েছে বিশেষ সাগর আরতি।
মকর সংক্রান্তির পুণ্যলগ্ন এগিয়ে আসতেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে আধ্যাত্মিকতার মহাসম্মিলন।কপিল মুনির আশ্রমের সন্নিকটে, দুই নম্বর স্নানঘাটের পাশে ঘটা করে শুরু হয়েছে বিশেষ সাগর আরতি।
advertisement
3/5
১১, ১২ এবং ১৩ জানুয়ারি এই তিন দিনব্যাপী চলবে আরতির বর্ণাঢ্য এই আয়োজন। বারাণসীর আদলে সাজিয়ে তোলা হয়েছে সাগরতট। প্রদীপের আলো, ধুনুচির ধোঁয়া আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা চত্বর।
১১, ১২ এবং ১৩ জানুয়ারি এই তিন দিনব্যাপী চলবে আরতির বর্ণাঢ্য এই আয়োজন। বারাণসীর আদলে সাজিয়ে তোলা হয়েছে সাগরতট। প্রদীপের আলো, ধুনুচির ধোঁয়া আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা চত্বর।
advertisement
4/5
ইসকনের উদ্যোগেও শুরু হয়েছে সাগর-সংকীর্তন। ঢাক, কাঁসর ও হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মেলাপ্রাঙ্গণ। এই সংকীর্তনে বিদেশি ভক্তদের উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ছে।
ইসকনের উদ্যোগেও শুরু হয়েছে সাগর-সংকীর্তন। ঢাক, কাঁসর ও হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মেলাপ্রাঙ্গণ। এই সংকীর্তনে বিদেশি ভক্তদের উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ছে।
advertisement
5/5
কয়েক হাজার পুণ্যার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করতে। উপস্থিত ছিলেন কপিল মুনির আশ্রমের মহারাজ, জেলাশাসক অরবিন্দু কুমার মিনা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
কয়েক হাজার পুণ্যার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করতে। উপস্থিত ছিলেন কপিল মুনির আশ্রমের মহারাজ, জেলাশাসক অরবিন্দু কুমার মিনা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement