Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন ‘লাইট বাবা’।
দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, সুমন সাহা: নতুন বছরের শুরুতেই বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম গঙ্গাসাগর মেলায় দেখা মিলল এক ব্যতিক্রমী সাধুর। মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’-র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন ‘লাইট বাবা’। তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল ও উৎসাহের পারদ চড়েছে তুঙ্গে।
লাইট বাবার চেহারা ও আচরণ অন্য সাধুদের থেকে একেবারেই আলাদা। ডান হাত নেই তাঁর। চোখে চশমা, সারা গায়ে ভস্ম মাখানো, নিজের নির্দিষ্ট আসনে বসেই তিনি যেন এক আলাদা আবহ তৈরি করে রেখেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, তাঁর সারা শরীরে জড়ানো রঙিন আলো। রাতের অন্ধকারে সেই আলোয় তাঁকে দেখলে অনেকেরই মনে পড়ে যায় কোনও রকস্টারের মঞ্চ উপস্থিতি। সাধুর এই অভিনব রূপ মুহূর্তের মধ্যেই ভক্তদের নজর কেড়েছে।
advertisement
advertisement
মেলায় আগত ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে লাইট বাবার কুটিরে। কেউ তাঁর আশীর্বাদ নিতে আসছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সৌজন্যেই দ্রুত ভাইরাল হয়ে উঠেছেন এই সাধু।
advertisement
উল্লেখ্য, নতুন বছরে শুরু হয়ে যাওয়া গঙ্গাসাগর উৎসবে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে। হাজার হাজার সাধু-সন্ন্যাসী, নাগা সাধু থেকে শুরু করে অঘোরীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সাগরদ্বীপ। সেই বিপুল ভিড়ের মাঝেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন লাইট বাবা। ধর্মীয় আবহের সঙ্গে আধুনিক আলোর মেলবন্ধন তাঁকে করে তুলেছে এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আলোচিত মুখ।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 13, 2026 3:56 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর










