Road Accident: ফের পথ দুর্ঘটনা। হাওড়ার ডোমজুরে মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর, আহত হলেন ঘাতক গাড়ির চালক। ঘটনাটি ঘটেছেডোমজুরের দক্ষিণ বাড়ি এলাকায়। রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া আমতা রোডের ডোমজুর দক্ষিণ বাড়ির কাছে একটি দুধের গাড়ি সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।