North Bengal-Digha Bus: পাহাড়ের সঙ্গে সমুদ্রের যোগ আরও শক্তিশালী! উত্তরবঙ্গ থেকে দিঘা রুটে বাসের সংখ্যা দ্বিগুণ! এবার যাত্রা হবে আরও আরামদায়ক, দেখুন সময়সূচি

Last Updated:
Siliguri-Digha Bus: উত্তরবঙ্গ-দিঘা রুটে যাত্রী চাহিদা বাড়ায় NBSTC আরও ৬টি নতুন ভলভো প্রিমিয়াম স্লিপার বাস নামাচ্ছে, ফলে বাসের সংখ্যা দ্বিগুণ হবে। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে বাস ছাড়বে।
1/5
উত্তরবঙ্গ থেকে দিঘা রুটে যাতায়াত আরও সহজ হতে চলেছে। বাড়ছে দিঘাগামী বাসের সংখ্যা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) সূত্রের খবর, পরিবহন অনুমোদন অনুযায়ী আরও ছ’টি নতুন ভলভো বাস এই রুটে নামানো হবে। ফলে বর্তমানে যে বাস চলাচল করছে, তার সংখ্যা ৬ থেকে বেড়ে ১২ হবে বলে জানিয়েছে নিগম। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
উত্তরবঙ্গ থেকে দিঘা রুটে যাতায়াত আরও সহজ হতে চলেছে। বাড়ছে দিঘাগামী বাসের সংখ্যা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) সূত্রের খবর, পরিবহন অনুমোদন অনুযায়ী আরও ছ’টি নতুন ভলভো বাস এই রুটে নামানো হবে। ফলে বর্তমানে যে বাস চলাচল করছে, তার সংখ্যা ৬ থেকে বেড়ে ১২ হবে বলে জানিয়েছে নিগম। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
নিগমের ম্যানেজার ডিরেক্টর দীপঙ্কর জানান, আগে প্রতিটি বাসে চেয়ার সিট ছিল, এবার নতুনভাবে ভলভো প্রিমিয়াম স্লিপার সিট যুক্ত করা হয়েছে। যাত্রীদের চাহিদা লক্ষ করেই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, “যাত্রী বেড়ে যাওয়ায় আমরা এই রুটে বাসের সংখ্যা আরও বাড়াতে পারব।”
নিগমের ম্যানেজার ডিরেক্টর দীপঙ্কর জানান, আগে প্রতিটি বাসে চেয়ার সিট ছিল, এবার নতুনভাবে ভলভো প্রিমিয়াম স্লিপার সিট যুক্ত করা হয়েছে। যাত্রীদের চাহিদা লক্ষ করেই এই সিদ্ধান্ত। তাঁর দাবি, “যাত্রী বেড়ে যাওয়ায় আমরা এই রুটে বাসের সংখ্যা আরও বাড়াতে পারব।”
advertisement
3/5
উত্তরবঙ্গ থেকে দিঘা যাওয়া যাত্রীদের সুবিধার্থে NBSTC গত মে মাস থেকেই এই পরিষেবা চালু করেছে। সপ্তাহের নির্দিষ্ট দিনে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও রায়গঞ্জ থেকে বাস ছাড়ে। নিগম কর্তৃপক্ষের মতে, এই নতুন স্লিপার বাস চললে যাত্রাপথ আরও আরামদায়ক হবে এবং যাত্রীসংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গ থেকে দিঘা যাওয়া যাত্রীদের সুবিধার্থে NBSTC গত মে মাস থেকেই এই পরিষেবা চালু করেছে। সপ্তাহের নির্দিষ্ট দিনে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও রায়গঞ্জ থেকে বাস ছাড়ে। নিগম কর্তৃপক্ষের মতে, এই নতুন স্লিপার বাস চললে যাত্রাপথ আরও আরামদায়ক হবে এবং যাত্রীসংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
advertisement
4/5
পরিবহন দপ্তর ও নিগমের কর্মকর্তাদের ধারনা, উৎসবের সময় এবং পর্যটন মরশুমে দিঘা রুটে যাত্রীদের চাপ অনেকটাই বাড়ে। ফলে বাড়তি বাস পরিষেবা চালু হলে যাত্রীদের টিকিটের চাহিদা মেটানো আরও সহজ হবে। ফলে আগামী দিনে উত্তরবঙ্গ–দিঘা সংযোগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন তারা।
পরিবহন দপ্তর ও নিগমের কর্মকর্তাদের ধারনা, উৎসবের সময় এবং পর্যটন মরশুমে দিঘা রুটে যাত্রীদের চাপ অনেকটাই বাড়ে। ফলে বাড়তি বাস পরিষেবা চালু হলে যাত্রীদের টিকিটের চাহিদা মেটানো আরও সহজ হবে। ফলে আগামী দিনে উত্তরবঙ্গ–দিঘা সংযোগ আরও শক্তিশালী হবে বলেই মনে করছেন তারা।
advertisement
5/5
পাহাড়ের সঙ্গে সমুদ্রের একসঙ্গে ভ্রমণের আকর্ষণ বাড়তে থাকায় উত্তরবঙ্গ–দিঘা রুটটি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। উত্তরবঙ্গবাসীর দিঘা দর্শন আরও সহজ করতে অতিরিক্ত এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা পরিবহন দপ্তরের।(ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
পাহাড়ের সঙ্গে সমুদ্রের একসঙ্গে ভ্রমণের আকর্ষণ বাড়তে থাকায় উত্তরবঙ্গ–দিঘা রুটটি ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। উত্তরবঙ্গবাসীর দিঘা দর্শন আরও সহজ করতে অতিরিক্ত এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা পরিবহন দপ্তরের।(ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement