Siliguri News: নেশার ঘোরে পাড়ায় উপদ্রব করত দুই ভাই! তিতিবিরক্ত হয়ে প্রতিবেশীরা বাঁধল দুজনকে, তুলে নিয়ে গেল পুলিশ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News: নেশাগ্রস্ত অবস্থায় পাড়ায় নানারকম অত্যাচার চালাত দুই ভাই। বিরক্ত হয়ে প্রতিবেশীরা ব্যবস্থা নিয়ে দুজনকে তুলে দিল পুলিশের হাতে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : দীর্ঘদিনের অত্যাচার ও অসহ্য পরিস্থিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের মহামায়া কলোনির বাসিন্দারা। বুধবার গভীর রাতে একই পরিবারের দুই ভাই, অভিজিৎ ঢালী ও প্রসেনজিৎ ঢালীর লাগাতার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে শেষমেশ তাদের লাইট পোস্টে বেঁধে রাখতে বাধ্য হলেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও দুই ভাই স্বাভাবিক জীবনযাপন করতেন। তবে গত দু-তিন বছরে তারা বিভিন্ন নেশার সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর থেকেই নেশাগ্রস্ত অবস্থায় রাতের পর রাত পাড়ায় অশান্তি শুরু করে। জনবিরক্তি, গালাগালি, এমনকি মহিলাদের উত্ত্যক্ত করাও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ায়।
advertisement
আরও পড়ুন : মাথায় করে আনতে হয় আড়াই মুঠ ধান, কথা বললে রুষ্ট হন দেবী লক্ষ্মী! নতুন ধান কাটার আগে করতে হয় মুঠ পুজো
advertisement
বহুবার পুলিশকে জানানো সত্ত্বেও স্থায়ী কোনও সমাধান না হওয়ায় ক্ষোভ ক্রমেই বাড়ছিল এলাকায়। পুলিশ কয়েক দফা দুই ভাইকে থানায় নিয়ে গেলেও পরে তারা ছাড়া পেয়ে আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করত বলে অভিযোগ। ওয়ার্ড কাউন্সিলরও সালিশি বৈঠক বসালেও কোনও ফল মেলেনি। তারপর বুধবার রাতে পরিস্থিতি চরমে ওঠে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিযোগ, এলাকার এক নববিবাহিতা মহিলার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি ও অশালীন মন্তব্য করে দুই ভাই। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। তারা দুই ভাইকে ধরে লাইট পোস্টে বেঁধে রেখে পুলিশে খবর দেন। ঘটনার পরে এলাকাবাসীদের দাবি, এবার যেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। শুধু আইনি পদক্ষেপই নয়, দুই ভাইকে নেশামুক্ত করতে প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এখন প্রধান দাবি মহামায়া কলোনির বাসিন্দাদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
November 20, 2025 1:40 PM IST

