মাথায় করে আনতে হয় আড়াই মুঠ ধান, কথা বললে রুষ্ট হন দেবী লক্ষ্মী! নতুন ধান কাটার আগে করতে হয় মুঠ পুজো

Last Updated:

Village Culture: মাঠে ধান কাটার আগে দেবীলক্ষ্মী রূপে কয়েক মুঠো ধান কেটে এনে করা হয় মুঠ পুজো। গ্রামের কৃষক পরিবারের আজও প্রচলিত প্রাচীন প্রথা।

+
মুঠ

মুঠ পুজো 

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: অগ্রহায়ণ মাস পড়তেই সোনালী ফসল তোলার হিরিক! চলছে গ্রাম বাংলার লোক উৎসব মুঠ পুজো। মাঠের সোনালী ধান খামারের গোলায় তোলার আগে যাতে কোনও বিপত্তির সৃষ্টি না হয়, তার জন্য প্রথমেই মা লক্ষ্মীর পুজো শ্রদ্ধা ভরে পালন করেন কৃষকরা। গ্রাম বাংলার লৌকিক উৎসব মুঠ পুজো বা মুঠি পুজো। যা মূলত কৃষক পরিবারগুলিতে বিশেষ ভাবে প্রচলিত।
মুঠ পুজোর মধ্য দিয়ে শুরু হয় আমন ধান ঘরে তোলার পালা। মাঠ থেকে মুঠ আনা হয় লক্ষ্মীর প্রতীক হিসেবে। তারপর দু’বেলা পুজো করা হয় বাড়িতে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থেকে সাগরদিঘী সর্বত্রই এটা গ্রামীণ উৎসব। অগ্রহায়ণ মাস মানেই নবান্নের মাস। নতুন ধানের অন্নই হল নবান্ন উৎসব। সোনালী ধান ঘরে তোলার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে শুরু হয়ে যায় নবান্নের আয়োজন। কিন্তু তার আগে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে তারা পালন করেন মুঠ পুজো বা মুঠি পুজো।
advertisement
advertisement
অর্থাৎ তাঁদের ভাষায়, সংক্রান্তি তিথি অনুসারে এই মুঠো পুজো হল এ বাংলার প্রথম লক্ষ্মীপুজো। মুর্শিদাবাদ জেলার বাসিন্দা অভিজিৎ ঘোষের কথায়, অধিকাংশ গ্রামে এখন শহরের ছোঁয়া লাগায় তেমনভাবে প্রাচীন রীতি লক্ষ্য করা যায় না। তবে শহর ছাড়িয়ে এখনও কিছু গ্রাম রয়েছে, যেখানে রীতি মেনে সব কিছু করা হয়। সেই রকম কিছু গ্রাম আজও অগ্রহায়ণের সকাল, ভোরের কুয়াশায় ভিজে যায় মাঠ-ঘাটে পায়ে হেঁটে মুঠ ধান নিয়ে আসেন। গৃহবধূ মুনমুন ঘোষের কথায়, মাঠের এক কোণে আড়াই মুঠা ধান কেটে, প্রণাম করে সেই ধানের সমষ্টিকে মাথায় তুলে রওনা দেন বাড়ির পথে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাঠ থেকে বাড়ির ফেরার পথে কোনও কথা বলতে নেই, রেওয়াজ এমনই। আওয়াজ হলে নাকি মা লক্ষ্মী রুষ্ট হন। নিজের বাড়ির দরজায় এসে দাঁড়াতেই কৃষকের স্ত্রী অর্থাৎ বাড়ির গৃহবধূরা একটা কাঠের পিঁড়েতে গৃহস্বামীকে দাঁড় করান, তারপর মাটির মঙ্গলঘটের জল দিয়ে কৃষকের পা ধুইয়ে, নিজের কাপড়ের আঁচল দিয়ে মুছিয়ে দেন পা। তারপর সেই গৃহবধূ ভক্তিভরে প্রণাম সেরে, মা লক্ষ্মীকে সাদরে আহ্বান জানান ঘরে। অবশেষে সেই ধানের সমষ্টিকে বাড়ির পবিত্র স্থানে রেখে শুরু হয় পুজো।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাথায় করে আনতে হয় আড়াই মুঠ ধান, কথা বললে রুষ্ট হন দেবী লক্ষ্মী! নতুন ধান কাটার আগে করতে হয় মুঠ পুজো
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement