North Bengal Tourism: উত্তরবঙ্গের রাস্তায় মেক্সিকান সূর্যমুখীর হাতছানি! শিলিগুড়ি থেকে সামান্য দূরে চোখজুড়ানো বাহার, শীতের ট্যুরে না গেলে মিস
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে আপনাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে যেন এক সোনালি রাজপথ। শিলিগুড়ি থেকে মাত্র প্রায় ২০ কিলোমিটার দূরে রাস্তার দু’ধার জুড়ে এখন চোখজুড়ানো মেক্সিকান সূর্যমুখীর বাহার।
উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে আপনাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে যেন এক সোনালি রাজপথ। শিলিগুড়ি থেকে মাত্র প্রায় ২০ কিলোমিটার দূরের রোহিণী রোডের দু’ধার জুড়ে এখন চোখজুড়ানো মেক্সিকান সূর্যমুখীর বাহার। উজ্জ্বল হলুদ পাপড়িগুলো যেন পাহাড়ের ঢালে নিজের রাজত্ব বিস্তার করে বসেছে— আর সেই সৌন্দর্যে মুগ্ধ পর্যটক থেকে শুরু করে শিলিগুড়িবাসীরাও। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement





