Child Missing from NJP Hotel: এনজেপি হোটেল কাণ্ডে নয়া মোড়! রহস্যময় সঙ্গী গ্রেফতার, কিন্তু নিখোঁজ শিশু কোথায়...! বাড়ছে উদ্বেগ

Last Updated:

Child Missing from NJP Hotel: ২০ অক্টোবর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন সাবি। সেই থেকেই তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কুমেদপুর থানার মাধ্যমে মৃতদেহ উদ্ধারের খবর পরিবারের কাছে পৌঁছয়।

এনজেপি হোটেল কাণ্ডে গ্রেফতার, নিখোঁজ শিশুকে ঘিরে চাঞ্চল্য!
এনজেপি হোটেল কাণ্ডে গ্রেফতার, নিখোঁজ শিশুকে ঘিরে চাঞ্চল্য!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: নিউ জলপাইগুড়ি সংলগ্ন একটি হোটেল কক্ষে উদ্ধার হওয়া মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এখনও থামছে না। পরিচয় নিশ্চিত হওয়ার পর রহস্য অনেকটাই পরিষ্কার হলেও সামনে এসেছে আরও জটিল প্রশ্ন। হোটেলের রেজিস্টারে নিজের নাম ‘পূজা দাস’ লিখলেও তদন্তে উঠে এসেছে, মৃতার আসল নাম সাবি কুমারী। বাড়ি বিহারের কাটিহার জেলায়, বিয়ে হয়েছিল কুমেদপুরের মাড়া পাড়ায়।
পরিবারের দাবি, ২০ অক্টোবর বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন সাবি। সেই থেকেই তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর কুমেদপুর থানার মাধ্যমে মৃতদেহ উদ্ধারের খবর পরিবারের কাছে পৌঁছয়। এরপর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রিপলিং-এর উন্মাদনায় ফুটছে নয়া প্রজন্ম! পর্যটকদের ভিড়ে সরগরম কালিম্পংয়ের পেমলিং, বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
এবারে  সামনে এল বড় মোড়। হোটেলে সাবির সঙ্গে থাকা রহস্যময় ব্যক্তিকে অবশেষে শনাক্ত করে পুলিশ। গ্রেফতার হয়েছে চেতনারায়ণ দাস ওরফে প্রেম (২৯), বাবার নাম পঞ্চানন্দ দাস, বাড়ি বিহারের পুয়াল এলাকায়। এনজেপি থানার পুলিশ ইতিমধ্যেই তাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য মহিলার শিশুর এখনও কোনও খোঁজ নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেতনারায়ণকে জেরা করে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। কোথায় আছে সেই শিশু, আদৌ জীবিত কি না— এই প্রশ্নের উত্তর মিলছে না।
advertisement
প্রসঙ্গত, দু’জন ২২ অক্টোবর হোটেলে ওঠেন। ২৪ অক্টোবর হোটেল কক্ষ থেকেই উদ্ধার হয় সাবির নিথর দেহ। এনজেপি থেকে কুমেদপুর, দুই জায়গাতেই চাঞ্চল্য তুঙ্গে। স্থানীয়দের প্রশ্ন: “ভুয়ো নামে হোটেলে উঠল কেন? কীভাবে ঘটল এই মৃত্যু? আর সেই শিশুটি কোথায়?” তদন্ত যত এগোচ্ছে, ততই জট খুলছে একের পর এক রহস্যের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child Missing from NJP Hotel: এনজেপি হোটেল কাণ্ডে নয়া মোড়! রহস্যময় সঙ্গী গ্রেফতার, কিন্তু নিখোঁজ শিশু কোথায়...! বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
  • আইএসএল নিয়ে জট কাটল৷

  • চলতি বছর আইএসএল-এর আয়োজন করবে ফেডারেশন৷

  • আগামী সপ্তাহে নির্ঘণ্ট ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement