Siliguri News: কলকাতার পর এবার শিলিগুড়ি, শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! দেখানো হবে ১০ দেশের সেরা সব ছবি

Last Updated:

Siliguri News: শিলিগুড়িতেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

+
শিলিগুড়িত

শিলিগুড়িত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের সাংস্কৃতিক রাজধানী শিলিগুড়িতেও পর্দা উঠল ২২তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এ বছর ভারতের ২টি, এশিয়ার ৪টি, ইউরোপের ৩টি এবং লাতিন আমেরিকার একটি– মোট ১০টি নির্বাচিত আন্তর্জাতিক ছবি নিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বিদেশ থেকে আসা একাধিক ছবির উপস্থিতি এবারের উৎসবকে বিশেষ মর্যাদায় তুলে ধরেছে।
প্রথম দিনে বাংলা ছবি ‘আপিস’ (AAPISH) দিয়ে উৎসবের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। উদ্বোধনী অনুষ্ঠানেই অর্চক শিল্পীদের সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে সলিল চৌধুরী, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধানিবেদন করা হয়। আলো-সুর-রঙে সেজে ওঠে দীনবন্ধু মঞ্চের পরিবেশ।
advertisement
উৎসবে এই বছর যে ছবিগুলি দেখানো হচ্ছে তার মধ্যে রয়েছে— নেপালের Crawling Crows, ব্রাজিলের Five in the Afternoon, শ্রীলঙ্কার The Ashen Cloud, মন্টেনেগ্রোর Orbazo, ইরানের At the End of the Day, ভিয়েতনামের Impermanent Residence, রাশিয়ার Onegin Hotel এবং পর্তুগালের A Stone Dreams to Blossom। প্রতিদিন দু’টি করে ছবি দেখানো হলেও শনিবার তিনটি ছবি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। ১৯ নভেম্বর বিকেল থেকেই এন্ট্রি পাস দেওয়া শুরু হয়েছে।
advertisement
advertisement
মেয়র গৌতম দেব বলেন, “শিলিগুড়ির চলচ্চিত্র উৎসব এখন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম আয়োজন। আন্তর্জাতিক ছবি দেখার সুযোগ পেয়ে দর্শকরা দারুণ উপভোগ করছেন। এই উৎসবকে আরও বড় করতে সবার সহযোগিতা প্রয়োজন।” তিনি উদ্বোধনী দিনে সলিল চৌধুরী ও ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন> শিলিগুড়ি সিনে সোসাইটির সম্পাদক প্রদীপ নাগ বলেন, “এ ধরনের চলচ্চিত্র উৎসব উত্তরবঙ্গের নতুন পরিচালকদের উৎসাহিত করছে। আগামী বছর আরও বেশি আন্তর্জাতিক মানের ছবি জায়গা করে নিক, এটাই আমাদের লক্ষ্য।” দীনবন্ধু মঞ্চ অ্যাডভাইসারি কমিটির সহযোগিতায় এবারের আয়োজন ঘিরে রয়েছে একাধিক চমক এবং নতুনত্ব।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক সুদেষ্ণা রায় একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তাঁর কথায়, “নতুন প্রজন্ম হলে গিয়ে সিনেমা দেখছে না। তাদের আবার সিনেমা হলে আনার প্রয়োজনীয়তা রয়েছে। কলকাতা চলচ্চিত্র উৎসবের মতো এখানেও বড় মাপের আয়োজন হলে তা থেকে অনেক কিছু শেখা যাবে।” আন্তর্জাতিক চলচ্চিত্রের বৈচিত্র্যকে এক মঞ্চে এনে শিলিগুড়ি আবারও প্রমাণ করল তার সাংস্কৃতিক শক্তি। দর্শক, শিল্পী ও আয়োজকদের অংশগ্রহণে উৎসবটি উত্তরবঙ্গকে বিশ্ব সিনেমার আরও কাছে নিয়ে গেল। আগামী বছর আরও বড় আকারে ফিরে আসার প্রত্যাশা রইল।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: কলকাতার পর এবার শিলিগুড়ি, শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব! দেখানো হবে ১০ দেশের সেরা সব ছবি
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement