Durga Puja 2025: মণ্ডপে ঢুকলেই নিখুঁত নকশায় তৈরি দিঘার জগন্নাথ ধামের প্রতিরূপ নজর কেড়ে নেবে। নিদারুণ আলোকসজ্জা, বাহারি রঙের সমাহার এবং কারুকার্যপূর্ণ শৈলীতে ভাস্বর হয়ে উঠেছে গোটা প্যান্ডেল। বসিরহাটে তৈরি হয়েছে নজরকাড়া এই প্যান্ডেল।
Durga Puja 2025 : ২৫ বছরের দুর্গা পুজোয় প্রথম থিমের মণ্ডপ কোনা দক্ষিণপাড়ায়। জমিদারবাড়ির আদলে সেজে উঠেছে গোটা এলাকা। খুশি স্থায় আট থেকে আশি।