মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল। মুর্শিদকুলী খান-এর শাসনামলে মুঘল বাংলার রাজধানী মুকসুদাবাদ-এর নামানুসারে শহরটির নামকরণ করা হয়। মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার ও ওড়িশা নিয়ে গঠিত মুঘল সুবেহ-এর রাজধানী ছিল। মুর্শিদাবাদে আছে একাধিক ঐতিহাসিক স্থান। হাজারদুয়ারী, কাঠগোলা বাগান, নশিপুর আখড়া, মতিঝিল। মুর্শিদাবাদ শহরে আছে ঐতিহাসিক সাতটি দর্শনীয় স্থান। এবং রয়েছে শশাঙ্কের রাজধানীতে কর্ণসুবর্ন। মুর্শিদাবাদের নবগ্রামের কীরিটেশ্বরীর মন্দির রয়েছে। যা সতীর ৫১পীঠ। রয়েছে ফরাক্কা ব্যারেজ। যে জল চলে গিয়েছে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে। মুর্শিদাবাদ জেলার অন্যতম তাঁত ও মুর্শিদাবাদ সিল্ক বিখ্যাত।

কলকাতায় ম্যারাথনে দেব-রুক্মিণী, সঙ্গে ছিলেন মিমিও
এবার হাওয়া বদল! ঠান্ডা শুধুই অতিথি, কুয়াশা বাড়বে জেলায় জেলায়! আবহাওয়ার বড় আপডেট
গায়ে লাল রঙের গেঞ্জি আর হাফ প্যান্ট, নিউটাউনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য
ফের ভোগান্তি! রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কোন পথে চলবে গাড়ি? জানুন

Saraswati Puja Weather Update: সরস্বতী পুজোয় কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের বেলায় উষ্ণ আবহাওয়া থাকবে। কিছুটা তাপমাত্রা বাড়লেও বসন্তি পঞ্চমীতে শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলায়। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় শীত উধাও থাকবে সরস্বতী পুজোর দিন।






কলকাতা থেকে সড়কপথে মুর্শিদাবাদ শহরের দুরত্ব ২২০ কিলোমিটার। প্রতিদিন ধর্মতলা থেকে উত্তরবঙ্গগামী যে কোনও বাসে করে মুর্শিদাবাদ যাতায়াত করা যায়।
শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে প্রতিদিন লালগোলা প্যাসেঞ্জার এবং দু তিনটি এক্সপ্রেস ট্রেনে করে যাওয়া আসা যায়।