Domkal Bomb Blast: মহিলার বাড়িতে বালতির মধ্যে বোমা রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণ ঘটে কেলেঙ্কারি কাণ্ড ঘটল। মৃত্যু হয়েছে ছিদ্দাতন বিবির (৪৯)। কোথা থেকে মহিলার বাড়িতে বোমা এল? কে বা কারা কী কারণে বোমা রেখেছিল? তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ।
Hoogly Storm : মাত্র কয়েক সেকেন্ডের ঝড়বৃষ্টি। আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ। ক্ষতি হয়েছে বহু মানুষের।