TRENDING:
advertisement
বাংলা খবর » Tag » Wriddhiman Saha

ঋদ্ধিমান সাহা খবর

<p><strong>ঋদ্ধিমান সাহা: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে</strong></p> <p><span style="font-weight: 400;"><strong>পুরো নাম</strong>: ঋদ্ধিমান প্রশান্ত সাহা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>জন্ম</strong>: ২৪ অক্টোবর ১৯৮৪</span></p> <p><span style="font-weight: 400;"><strong>উচ্চতা</strong>: ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৬ মিটার)</span></p> <p><span style="font-weight: 400;"><strong>জাতীয়তা</strong>: ভারতীয়</span></p> <p><span style="font-weight: 400;"><strong>ক্রীড়াবিদ</strong>: ডান-হাতি ব্যাটার, উইকেট-কিপার</span></p> <p><span style="font-weight: 400;"><strong>পরিবার</strong>:</span></p> <p><span style="font-weight: 400;"><strong>পিতা</strong>: প্রশান্ত সাহা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>মাতা</strong>: মৈত্রেয়ী সাহা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>স্ত্রী</strong>: রোমি সাহা</span></p> <p><span style="font-weight: 400;"><strong>সন্তান</strong>: অবনী সাহা</span></p> <p><span style="font-weight: 400;">পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জন্মেছেন ঋদ্ধিমান সাহা। তাঁর বাবা চাকরি করতেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ডে। ঋদ্ধিমান সাহা এবং রোমি সাহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১১ সালে এবং ২০১৩ সালে একটি কন্যা সন্তানের জন্ম হয় এই দম্পতির।</span></p> <p><span style="font-weight: 400;"><strong>কেরিয়ারের সূচনা</strong>:</span></p> <p><span style="font-weight: 400;">ঋদ্ধিমান সাহা হলেন একজন ভারতীয় ক্রিকেটার। প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার আগে অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২২ দলের হয়ে খেলেন তিনি। নিয়মিত উইকেট রক্ষক দীপ দাশগুপ্ত ইন্ডিয়ান ক্রিকেট লিগের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরে ২০০৬ &#8211; ২০০৭ সালে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ঋদ্ধিমানের। একাধিক বার ন্যাশনাল জোনাল প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। </span></p> <p><strong>আন্তর্জাতিক মঞ্চে উত্থান:</strong></p> <p><span style="font-weight: 400;">২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে একজন ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ঋদ্ধিমানের। ব্যাক-আপ ‘রক্ষক’ হিসেবেও দলে ছিলেন তিনি। প্রথম ম্যাচে বাংলার ছেলে ভালো পারফর্ম করতে পারনি। দ্বিতীয় ম্যাচে তিনি ৩৬ রান করেন। </span></p> <p><span style="font-weight: 400;">দ্বিতীয় বার ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে টেস্ট খেলেছিলেন তিনি। এ-ছাড়াও টেস্ট স্কোয়াডের অংশ হিসেবে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফর করেছিলেন, কিন্তু খেলার সুযোগ পাননি ঋদ্ধিমান।</span></p> <p><span style="font-weight: 400;">এর পর টেস্ট ক্রিকেটে সাহার ফর্ম ফিরে আসে। ক্যারিবিয়ান সফরে গিয়ে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। উইকেট রক্ষক হিসেবেও তাঁর বেশ কৃতিত্ব রয়েছে। </span></p> <p><span style="font-weight: 400;">২০১০ সালের ২৮ নভেম্বর গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ফরম্যাটে অভিষেক হয় তাঁর। এই ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরির ফলে ভারত ২৭৬ রান করে ফেলে। ঋদ্ধিমান ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ৫০ ওভারের ম্যাচগুলিতে উইকেট রক্ষক হিসেবে এমএস ধোনি থাকার কারণে সাহা খুব একটা সুযোগ পাননি। </span></p> <p><strong>আইপিএল কেরিয়ার: </strong></p> <p><span style="font-weight: 400;">ঘরোয়া ম্যাচে চিত্তাকর্ষক পারফরমেন্সের কারণে আইপিএল-এর প্রথম তিন মরসুমে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পান ঋদ্ধিমান। ২০১৪ সালে আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের একজন উইকেটরক্ষক হিসেবে খেলেছিলেন তিনি। এই টুর্নামেন্টে সাহা উইকেটের পিছনে থেকে একাধিক ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাটেও ভালো পারফর্ম করেন। তিনি মোট ৩২.৯০ গড়ের সঙ্গে ২০১৪ সালের সিজনে ৩৬২ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৫.৩৮। এটিই ছিল সাহার জীবনের সবচেয়ে ভালো আইপিএল মরসুম। এই টুর্নামেন্টের ফাইনালে পুরনো দল কলকাতার মুখোমুখি হন তিনি এবং মাত্র ৫৫ বলে (অপরাজিত) ১১৫ রান করেন। যার মধ্যে ১০টি চার এবং ৮টি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। যদিও কেকেআর-এর মণীষ পান্ডের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে জয়ের শিরোপা ওঠে কলকাতা নাইট রাইডার্স-এর মাথায়। ২০১৮ সালের মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ ঋদ্ধিমানকে ১.২ কোটি টাকা দিয়ে কিনে নেয়। হায়দরাবাদের স্কোয়াডেই ছিলেন তিনি কয়েক বছর। এর পর ২০২২ সালের মেগা অকশনে গুজরাত টাইটান্স কিনে নেয় ঋদ্ধিমান সাহাকে। গুজরাতের দলে উইকেট রক্ষক হিসেবে খেলেছেন তিনি। </span></p>
আরো দেখুন …

সব খবর

Open in App
হোম
খবর
ফটো
লোকাল