Alvida Wriddhi: শেষ হল বাংলার জার্সিতে ঋদ্ধির ইনিংস, ইনিংস ও ১৩ রানে পঞ্জাবকে উড়িয়ে দিল অনুষ্টুপের বাংলা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Wriddhiman Saha's Retierment: ঋদ্ধিমান সাহার অবসর, সিএবি দিল বিশেষ সম্বর্ধনা...
advertisement
1/5

Alvida Wriddhi: ঋদ্ধিমান সাহা বাংলার জার্সিতে নিজের শেষ ইনিংস খেলে ফেললেন৷ পঞ্জাবকে এক ইনিংস ও ১৩ রানে হারিয়ে ঋদ্ধির শেষ ম্যাচকে আরও বিশেষ করে দিল বাংলার ছেলেরা৷ Photo Courtesy- CAB
advertisement
2/5
সকালের মাত্র এক সেশনেই গুঁড়িয়ে গেল পঞ্জাব দল। এক ইনিংস এবং ১৩ রানে প্রতিপক্ষকে উড়িয়ে এবারের রনজি ট্রফি অভিযান শেষ করল বাংলা দল।
advertisement
3/5
দেখে নিন বাংলা বনাম পঞ্জাব ম্যাচের সংক্ষিপ্ত স্কোর :পঞ্জাব ১৯১ ও ১৩৯সূরজ সিন্ধু জয়সওয়াল ৪/৬৮ ও ৪/৬৯সুমিত মোহান্ত ৪/৫৮ ও ৩/২৯বাংলা ৩৪৩সূরজ সিন্ধু জয়সওয়াল ১১১সুমন্ত গুপ্ত ৫৫অভিষেক পোড়েল ৫২
advertisement
4/5
এদিকে ঋদ্ধিমান সাহার শেষ ম্যাচের পর তাঁকে সিএবি সম্বর্ধনা দেয়৷স্মৃতি বিজড়িত ইডেন ছেড়ে যাওয়ার সময় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন Eden Gardens - A place where dreams took flight, where every cheer, every dive, and every moment became a memory to cherish forever. Walking this path one last time, carrying years of dedication, passion, and gratitude. Some journeys may end, but the love for the game and the bonds it created will last a lifetime. Photo Courtesy- Wriddhi/ Instagram
advertisement
5/5
অর্থাৎ ইডেন গার্ডেন্স- সেই জায়গা যেখানে স্বপ্ন উড়ান ভরে, যেখানে সকলেই চিৎকার করে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্ত আনন্দ করে উপভোগ করার৷ এই পথে শেষ একবার হাঁটলাম, বছরের পর বছর ধরে নিয়মানুবর্তিতা, প্যাশন, কৃতজ্ঞতা মেনে৷ কোনও কোনও পথ চলা শেষ হয়ে যায়, কিন্তু খেলার সঙ্গে যে ভালবাসা তা আজীবনের৷