গুজরাতের বিরুদ্ধে মেগা ফাইালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এমএস ধোনি। টস হেরে শুরুটা ভালই করে গুজরাতের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন দুই তারকা। দীপক চাহারের তৃতীয় ওভারে একটি বিশাল ছক্কা ও দুটি অনবদ্য চার মেরে ঋদ্ধি বুঝিয়ে দিয়েছিলেন আজ তাঁর দিন। অপরদিকে, গিলের একটি ক্যাচ ফেলার পর তিনিও আক্রমণাত্মক রূপ ধারণ করেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ করেন ঋদ্ধি-গিল জুটি।
advertisement
দলের ৬৭ রানের মাথায় জাদেজার বলে গিলকে অবিশ্বাস্য স্টাম্প করেন ধোনি। এরপর সাই সুদর্শনের সঙ্গে ফের পার্টনারশিপ গড়া শুরু করেন। সুদর্শন প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করায় তখন অভিজ্ঞতার পরিচয় দিয়ে ঠান্ডা মাথায় ইনিংস এগিয়ে নিয়ে যান ঋদ্ধি। প্রয়োজন মারেন খেলেন বুদ্ধিদীপ্ত বাউন্ডারি। সাই সুদর্শন ও ঋদ্ধিমান সাহাও অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ৩৬ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন ঋদ্ধি। বড় ম্যাচে বড় রান করায় পুরো গুজরাত ডাগআউট দাঁড়িয়ে অভিবাদন জানান ঋদ্ধিকে।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক থেকে গায়েব প্রায় ১৮ লক্ষ টাকা, মাথায় হাত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের
আইপিএ ফাইনালে ৫০ করার পর দ্রুত রান করতে যান ঋদ্ধি। বিগ হিট করতে দীপক চাহারের বলে ধোনির হাতে ক্যাচ আউট হন ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলার ছেলে। ৫টি চার ও ১টি চারে সাজানো তাঁর ইনিংস। ফাইনালের মত বড় ম্যাচে প্রয়োজনের সময় ঋদ্ধি ব্যাটের মাধ্যমে বুঝিয়ে দিলেন বয়স বাড়লেও তিনি ফুরিয়ে যাননি।