ব্যাঙ্ক থেকে গায়েব প্রায় ১৮ লক্ষ টাকা, মাথায় হাত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের

Last Updated:

এবার অনলাইন প্রতারণার শিকার হলেন প্রাক্তন কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ওরফে ময়দানের বাবলুদা। প্রায় ১৮ লাখ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ। পুলিসে অভিযোগ দায়ের।

কলকাতা: ডিজিটাল লেনদেন যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার শিকার। এ অভিযোগ বারবার করেছে সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞরা। এমনকী একটু এদিক থেকে ওদিক হলেই অনলাই প্রতারকদের হাত থেকে রেহাই পাচ্ছেন না কৃতি বক্তিরাও। এবার অনলাইন প্রতারণার শিকার হলেন প্রাক্তন কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ওরফে ময়দানের বাবলুদা। প্রায় ১৮ লাখ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এত টাকা গায়েব হয়ে যাওয়ায় স্বভাবতই ভেঙে পড়েছেন সব্রত ভট্টাচার্য। জানা গিয়েছে পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। মোবাইলে হঠাৎ টাকা তোলার ম্যাসেজ পান তিনি। তড়িঘড়ি ব্যাঙ্কে গিয়ে ব্যালেস দেখে জানতে পারেন প্রায় ১৮ লক্ষ টাকা উধাও। ঘটনায় ইতিমধ্যেই গল্ফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছেন সুল্রত ভট্টাচার্য। অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন বলে জানান। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ডিজিটাল ভারতে প্রতিনিয়ত বাড়ছে ডিজিটাল লেনদেন। পোশাক থেকে খাবার, সব ক্ষেত্রেই অনলাইনে কেনাকাটা করার হিড়িক বেড়েছে। এ ছাড়া দোকানে গিয়েও ডেবিট কার্ডে টাকা দেওয়ার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের। আর এইভাবে লেনদেনের ক্ষেত্রে প্রতারণার ঘটনাও বেড়ে চলেছে দিনে দিনে। দুষ্কৃতীদের একাধিক চক্র তৈরি হয়েছে, যারা অনলাইনে প্রতারণায় দক্ষ। সেই ফাঁদে পড়ে যে নিজের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি সুব্রত ভট্টাচার্য। হারানো টাকা ফেরতের অপেক্ষায় প্রাক্তন ফুটবলার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাঙ্ক থেকে গায়েব প্রায় ১৮ লক্ষ টাকা, মাথায় হাত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement