সিএবি কর্তারা চাইছিলেন, ঋদ্ধির মতো প্রাক্তন ভারতীয় তারকার অভিজ্ঞতাকে কাজে লাগাতে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে পারেন ঋদ্ধিমান। তবে ঋদ্ধি নিজে ধাপে ধাপে কোচিং কেরিয়ার এগোতে চান। সেই কারণেই আইপিএলে কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হননি ঋদ্ধিমান। চলতি আইপিএলে কেকেআরের পক্ষ থেকে ঋদ্ধিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই সময় ঋদ্ধি জানিয়েছিলেন, প্রথমে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর বড় মঞ্চে যেতে চান। সেই কথা মতই এবার সেই ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করছেন ঋদ্ধি। ইতিমধ্যেই ঋদ্ধিমানের সঙ্গে সিএবির কথাবার্তা চূড়ান্ত। অনূর্ধ্ব-২৩ দলের কোচিং শুরু করার আগে আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বেঙ্গল টি-টোয়েন্টি লিগে শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজির মেন্টার হিসেবে কাজ করবেন ঋদ্ধিমান।
advertisement
আরও পড়ুন– হুইলচেয়ারে করে ভোট প্রচারে ! হাউজফুল ফার্স্ট শো, টুটু যেন বাগানের বাঁশিওয়ালা
ঋদ্ধিমানের আগে অনূর্ধ্ব-২৩ বাংলা দলের দায়িত্বে ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়। তবে তাঁর কোচিংয়ে অনূর্ধ্ব-২৩ দল সাফল্যের মুখ সেভাবে দেখেনি। তাই এবছর অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচিং স্টাফ পরিবর্তন করার চিন্তাভাবনা করছিল সিএবি। এবার সেখানেই দায়িত্ব নিতে চলেছেন ঋদ্ধিমান। তবে সিএবি সূত্রে খবর, অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের দায়িত্ব নিলেও ভবিষ্যতে সিনিয়র দলের কোচিং করাবেন ৪০ টি টেস্ট খেলা এই উইকেট কিপার। যেভাবে বর্তমান সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা যুবদলের সঙ্গে কাজ শুরু করার পর সিনিয়র দলে এসেছিলেন, ঋদ্ধির ক্ষেত্রেও একই রকম ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঋদ্ধিমান নিজের একাধিক কোচিং অ্যাকাডেমি খুলেছেন। কলকাতা ছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুরে ভবিষ্যতে ক্রিকেটার তৈরি করার কাজ করছেন ঋদ্ধি। এবার বাংলা দলকে সাফল্য এনে দেওয়ার কাজ শুরু করতে চলেছেন ঋদ্ধিমান।