TRENDING:

Wriddhiman Saha: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু ঋদ্ধিমানের, অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন ‘সুপারম্যান’ 

Last Updated:

Wriddhiman Saha Under 23 Bengal Cricket Team Coach: নতুন ভূমিকায় ঋদ্ধিমান। বাংলা দলের কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। অনূর্ধ্ব-২৩ বাংলা দলের দায়িত্বে এবার ‘পাপালি’। 

advertisement
ঈরণ রায় বর্মন, কলকাতা: কোচ হচ্ছেন ঋদ্ধিমান সাহা। ক্রিকেট কেরিয়ারে ইতি টানার পর এবার নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন ঋদ্ধিমান সাহা। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং জীবন শুরু করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কয়েক মাস আগেই গত মরশুমে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলার পর ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন ঋদ্ধিমান। ‌তারপর থেকেই ঋদ্ধির কোচিংয়ে আসার বিষয়টি সামনে এসেছিল।
অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন ঋদ্ধিমান সাহা (File Photo)
অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন ঋদ্ধিমান সাহা (File Photo)
advertisement

আরও পড়ুন– যেন মন-প্রাণ আর সুর ঢেলে দিয়েছিলেন লতা মঙ্গেশকর, যা শুনে পরিচালক নিজেকেই জুতো মারতে উদ্যত হয়েছিলেন ! আজও সকলের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে এই কালজয়ী গান

সিএবি কর্তারা চাইছিলেন, ঋদ্ধির মতো প্রাক্তন ভারতীয় তারকার অভিজ্ঞতাকে কাজে লাগাতে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ হতে পারেন ঋদ্ধিমান। তবে ঋদ্ধি নিজে ধাপে ধাপে কোচিং কেরিয়ার এগোতে চান। সেই কারণেই আইপিএলে কোচিংয়ের দায়িত্ব নিতে রাজি হননি ঋদ্ধিমান। চলতি আইপিএলে কেকেআরের পক্ষ থেকে ঋদ্ধিকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেই সময় ঋদ্ধি জানিয়েছিলেন, প্রথমে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর পর বড় মঞ্চে যেতে চান। সেই কথা মতই এবার সেই ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করছেন ঋদ্ধি। ইতিমধ্যেই ঋদ্ধিমানের সঙ্গে সিএবির কথাবার্তা চূড়ান্ত। অনূর্ধ্ব-২৩ দলের কোচিং শুরু করার আগে আগামী ১১ জুন থেকে শুরু হওয়া বেঙ্গল টি-টোয়েন্টি লিগে শিলিগুড়ি ফ্র্যাঞ্চাইজির মেন্টার হিসেবে কাজ করবেন ঋদ্ধিমান।

advertisement

আরও পড়ুন– হুইলচেয়ারে করে ভোট প্রচারে ! হাউজফুল ফার্স্ট শো, টুটু যেন বাগানের বাঁশিওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঋদ্ধিমানের আগে অনূর্ধ্ব-২৩ বাংলা দলের দায়িত্বে ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়। ‌তবে তাঁর কোচিংয়ে অনূর্ধ্ব-২৩ দল সাফল্যের মুখ সেভাবে দেখেনি। তাই এবছর অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচিং স্টাফ পরিবর্তন করার চিন্তাভাবনা করছিল সিএবি। এবার সেখানেই দায়িত্ব নিতে চলেছেন ঋদ্ধিমান। তবে সিএবি সূত্রে খবর, অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের দায়িত্ব নিলেও ভবিষ্যতে সিনিয়র দলের কোচিং করাবেন ৪০ টি টেস্ট খেলা এই উইকেট কিপার। ‌যেভাবে বর্তমান সিনিয়র দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা যুবদলের সঙ্গে কাজ শুরু করার পর সিনিয়র দলে এসেছিলেন, ঋদ্ধির ক্ষেত্রেও একই রকম ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঋদ্ধিমান নিজের একাধিক কোচিং অ্যাকাডেমি খুলেছেন। কলকাতা ছাড়াও শিলিগুড়ি, দুর্গাপুরে ভবিষ্যতে ক্রিকেটার তৈরি করার কাজ করছেন ঋদ্ধি। এবার বাংলা দলকে সাফল্য এনে দেওয়ার কাজ শুরু করতে চলেছেন ঋদ্ধিমান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Wriddhiman Saha: কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু ঋদ্ধিমানের, অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের কোচ হচ্ছেন ‘সুপারম্যান’ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল