ঋদ্ধিমান সাহার ভক্ত বিরাট কোহলি! তিনটি 'দামি' শব্দ লিখে পোস্ট কিং কোহলির
- Published by:Suman Majumder
Last Updated:
virat kohli on wriddhiman saha: বাংলার ছেলের জন্য খোদ বিরাট কোহলি লিখলেন তিনটি শব্দ।
advertisement
1/5

২০২১ সালের ডিসেম্বরে তিনি শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। তার পর থেকে কার্যত জোর করেই ঋদ্ধিমান সাহাকে দল থেকে বাদ দিয়েছে নির্বাচকরা।
advertisement
2/5
ঋষভ পন্থ এখন চোটের জন্ বাইরে। তবুও ঋদ্ধির ভাগ্যের শিঁকে ছিড়ছে না। তিনি সেই দলের বাইরেই। যদিও ঋদ্ধির জন্য এবার তিনটি দামি শব্দ লিখলেন বিরাট কোহলি।
advertisement
3/5
একটা সময় ঋষভ পন্থের জন্য ঋদ্ধিকে জাতীয় দলে জায়গা হারাতে হয়েছিল। এমনকী অখ্যাত কে এস ভরতকেও ঋদ্ধির বদলে দলে নেওয়া হয়।
advertisement
4/5
ঋদ্ধিমান সাহা বারবার পারফর্ম করেও ডাক পাচ্ছেন না। কারণ অজানা। সূর্যকুমার যাদব টি২০ ক্রিকেটে পারফর্ম করে বর্ডার-গাভাসকর ট্রফিতে ডাক পেয়েছিলেন। তা হলে ঋদ্ধি আইপিএলে পারফর্ম করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে ডাক পাবেন না কেন!
advertisement
5/5
বিরাট কোহলি ঋদ্ধির ছবি পোস্ট করে লিখলেন- what a player. অর্থাৎ ঋদ্ধিকে তিনি অসাধারণ প্লেয়ার হিসেবেই দেখেন।