সেই সময় ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে নানা ক্ষোভ ঋদ্ধিমান সাহা উগরে দিলেও এতদিন কোনও মুখ খোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার আইপিএলে ভালো পারফর্ম করেছেন ঋদ্ধিমান সাহা। তারপরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাননি বাংলার ছেলে। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ত্রিপুরার হয়ে খেলেন ঋদ্ধি। আর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে ঋদ্ধিমানকে নিয়ে এতদিনে মুখ খুললেন সৌরভ।
advertisement
নতুন দায়িত্ব পাওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ঋদ্ধিমান সাহা ভারতীয় দলে ফের সুযোগ পেলে তিনি খুশি হবেন। সৌরভ বলেন,‘আমি খুব খুশি হব যদি ও সুযোগ পায়। তবে এটা নির্বাচকদের সিদ্ধান্ত। ভারত যখন অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারাল তখন কেএস ভরত ছিল কিপার হিসেবে। ঋদ্ধিমান সাহা অবশ্য তার আগে টেস্ট খেলেছেন। তবে ঋষভ পন্থও ছিল। তবে এটা পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত।’ পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-অস্ট্রেলিয়ার সম্বাবনা ৫০-৫০ বলে জানিয়েছেন সৌরভ।
আরও পড়ুনঃ Akash Madhwal: খেপের মাঠ থেকে আইপিএল! স্বপ্নপূরণ একেই বলে! ইঞ্জিনিয়ার আকাশ এখন মুম্বইয়ের হিরো
প্রসঙ্গত, আইপিএল ২০২৩-এ ঋদ্ধিমান সাহা ১৫ ম্যাচে ২৯৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৮১। একাধিক ম্যাচে ছোট হলেও কার্যকরী ইনিংস খেলেছেন বাংলার ছেলে। তারপর আশা করা হয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাবেন ঋদ্ধি। যেখানে ঋষভ পন্থ নেই, কেএস ভরতের পারফরম্যান্সও খুব আহামরি নয়। তারপরও ঋদ্ধির জায়গা হয়নি ভারতীয় দলে।